হাওড়া ও নদীয়া: আশ্রমের শিশুদের নিয়ে গণ ভাইফোঁটার আয়োজন বেলুড়ের ক্লাব সংগঠনের৷ এদের কারও বয়স ৫ কারও ৬ কারও বা ৮-১০ বছর। এরা প্রত্যেকেই ছোট থেকেই থাকে বেলুড়ের দীনদুখী উদাসীন লালবাবা আশ্রমে। উৎসবের দিনগুলোতে মা-বাবা পরিবারের থেকে দূরে থাকায় তাদের মুখে হাসি ফোটাতে আজ শনিবার সকালে ভাইফোঁটার দিনে এগিয়ে এল স্থানীয় ক্লাব সংগঠন বেলুড় প্রিন্টার।
ক্লাবের পক্ষ থেকে সদস্য সদস্যারা এই ছোট শিশুদের আজ ভাতৃ দ্বিতীয়ার দিন জাঁকজমকের সাথে ভাইফোঁটা দিলেন। এদের মুখে তুলে দেওয়া হল মিষ্টি এবং হাতে তুলে দেওয়া হল কিছু উপহার সামগ্রী। স্বাভাবিকভাবেই ভাতৃ দ্বিতীয়ার দিন তারা এই আনন্দ পেয়ে খুশি। এই প্রচেষ্টার সাধুবাদ জানান সকলে। এদিন আশ্রমের শিশুদের নিয়ে ভাইফোঁটার আয়োজন করেছিল হাওড়ার বেলুড়ের ওই ক্লাব সংগঠন।
অন্যদিকে আদিবাসী অধ্যুষিত এলাকায় সামাজিক সংগঠনের উদ্যোগে গণ ভাইফোঁটা ও বোন ফোঁটার আয়োজন করা হয়েছিল। শনিবার ভাতৃ দ্বিতীয়া তিথি উপলক্ষে শান্তিপুর ব্লকের চৌধুরীপাড়ার আদিবাসী অধ্যুষিত এলাকায় প্রায় আড়াইশো শিশুদের নিয়ে ভাইফোঁটা ও বোন ফোটার আয়োজন শান্তিপুরের সামাজিক সংগঠন প্রয়াসের। এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তারা প্রত্যেক বছরই শান্তিপুরের বিভিন্ন এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে থাকে।
গত দু’বছর ধরে শান্তিপুর চৌধুরীপাড়ার আদিবাসী অধ্যুষিত এলাকায় তারা ভাইফোঁটা এবং বোন ফোঁটার আয়োজন করে আসছে৷ এ বছরও একই ভাবে তারা আয়োজন করেছে ভাইফোঁটা এবং বোন ফোঁটার। এই আদিবাসী অধ্যুষিত এলাকার সাধারণ মানুষ খুবই আর্থিক অনটনের মধ্যে দিনাতিপাত করেন৷ তাই শিশুদের মনে আনন্দ দেওয়ার জন্যই এই অভিনব উদ্যোগ সংগঠনের। শুধু ভাইফোঁটার ব্যবস্থা করেনি সংগঠন পাশাপাশি আড়াইশো শিশুর মধ্যাহ্নভোজের আয়োজনও করেছিলেন তাঁরা৷ সামাজিক সংগঠন প্রয়াসের এই উদ্যোগে গোটা আদিবাসী অধ্যুষিত এলাকার সাধারণ মানুষ মেতে ওঠে গণ ভাই ফোঁটার উৎসবে।