‘ভয়ঙ্কর খেলা হবে’, এবার শাড়ির আঁচলে কেষ্ট বুলি

‘ভয়ঙ্কর খেলা হবে’, এবার শাড়ির আঁচলে কেষ্ট বুলি

59215f9f7c461145419360e904a0456b

কলকাতা: গরু পাচারকাণ্ডে সিবিআই হেফাজতে বীরভূমে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। কিন্তু এখনও সমান ভাইরাল তাঁর বুলি। এক সময় ভোটের বাজারে আগুন ঝরিয়েছিল ‘ভয়ঙ্কর খেলা হবে’ স্লোগান৷ তবে এবার কোনও ভোটের ময়দান নয়, বরং ‘ভয়ঙ্কর খেলা’ হচ্ছে শাড়ির আঁচলে৷ কেষ্ট উবাচ ব্যবহার করেই ‘খেলা হবে’ দিবসে চমক দিলেন সোনাঝুড়ি হাটের শিল্পীরা। তবে তাঁদের দাবি, এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই৷ 

আরও পড়ুন- নির্দেশ কার্যকর হয়নি! সিবিআইয়ের ওপর ফের রুষ্ট বিচারপতি গঙ্গোপাধ্যায়

চলতি মাসের ১৪ তারিখ থেকে মধ্য হাওড়ার বিবেকানন্দ রোডে খেলাঘর মাঠে বসেছে সোনাঝুড়ি হাট। চলবে ২১ অগাস্ট পর্যন্ত। হাটে বসা ৮০টি দোকানে রয়েছে বাংলার বিভিন্ন শিল্প ও হস্তকলার ঝলক। রয়েছে বাংলার ঐতিহ্যশালী তাঁতের সম্ভার। সঙ্গে পাটের বিভিন্ন সামগ্রী। তবে মঙ্গলবার দেখা গেল শিল্পীরা ব্যস্ত কেষ্টদার ‘ভয়ঙ্কর খেলা হবে’ বুলিকে তাঁদের শিল্পকলায় ফুটিয়ে তুলতে। শাড়ির আঁচলে লেখা হল খেলা হবে৷ 

এদিকে, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ১৬ অগাস্ট রাজ্যজুড়ে পালিত হয়েছে ‘খেলা হবে’ দিবস। কোথাও মিটিং-মিছিল হয়েছে, কোথাও আবার ফুটবল ম্যাচ। পোস্টার, প্ল্যাকার্ডে ধরা দিয়েছে ‘খেলা হবে’ স্লোগান। তারই মাঝে এবার নিজেদের শিল্পকর্মে চমক দিলেন সোনাঝুড়ির শিল্পীরা।