কলকাতা : এবার খাস কলকাতার বুকে ‘গোলি মারো’ স্লোগান। রবিবার শহিদ মিনারে অমিত শাহর সভায় যাওয়ার পথে বিজেপি কর্মী সমর্থকদের মুখে মুখে ফিরল ‘গোলি মারো’ স্লোগান৷ স্লোগান দেওয়ার ঘটনায় ধৃত ৩ বিজেপি নেতা৷ ধৃতদের মধ্যে একজন বিজেপির আইনজীবী সেলের সদস্য৷ সংবাদমাধ্যমের ফুটেজ দেখে তিন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে৷
অন্যদিকে, শাহের কলকাতা সফরের বিরোধিতা করে সরব হল বাম-কংগ্রেস৷ রবিবার শহিদ মিনারের সভায় দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন, নেওয়ার আইন নয়। লক্ষ লক্ষ বাঙালিকে নাগরিকত্ব দেওয়ার জন্য সিএএ প্রণয়ন করা হয়েছে। মোদি সরকার কোনও বাধা না মেনে শরণার্থীদের নাগরিকত্ব দেবে ৷ শত চেষ্টা করেও মমতা আমাদের রুখতে পারবেন না। বিজেপি ক্ষমতায় আসলে বাংলার উন্নয়ন হবে ৷ সিপিএম, তৃণমূলকে আপনারা সুযোগ দিয়েছেন। ৫ বছরের জন্য বিজেপিকে সুযোগ দিন, রাজ্য ফের সোনার বাংলা পরিণত হবে।’
এদিকে শাহের কলকাতা সফরের বিরোধিতা করে মুখ্যমন্ত্রীকে একহাত নেন কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী৷ তিনি বলেন, ‘ বিজেপি গোটা দেশের সর্বনাশ করবে৷ কলকাতায় দাঁড়িয়ে গুলি মারো স্লোগান দিচ্ছে ওরা ৷ অন্য কেউ সভা করতে পারছে না আর ওদের সভা করার অনুমতি দিচ্ছেন মুখ্যমন্ত্রী ৷ এই দ্বিচারিতার রাজনীতি বন্ধ হোক ৷ যারা অমিত শাহর সভায় গুলি মারো স্লোগান দিয়েছেন তাদের অবিলম্বে গ্রেফতার করা হোক ৷ ’
অন্যদিকে বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘দিল্লিতে দাঙ্গার আবহ দেখেছি। মমতার সৌজন্যে অমিত শাহ কলকাতায় এলেন। বিজেপি কর্মীরা গোলি মারো স্লোগান দিলেন। এই স্লোগান যাঁরা দিয়েছেন, তাঁদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে রাজ্য সরকারকে৷’ উল্লেখ্য, শনিবার রাজধানীর রাজীব চক মেট্রো স্টেশনের সামনে দেশ কে গদ্দারোকে গোলি মারো স্লোগান দেয় একদল যুবক ৷ সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসে মট্রো কর্তৃপক্ষ ৷ ওই যুবকদের গ্রেফতার করে মেট্রো পুলিশ ৷