‘প্রার্থীকে প্রচার করতে দিচ্ছে না পুলিশ’! বিস্ফোরক অভিযোগ বিজেপি প্রার্থীর

‘প্রার্থীকে প্রচার করতে দিচ্ছে না পুলিশ’! বিস্ফোরক অভিযোগ বিজেপি প্রার্থীর

খড়দহ: ভোট প্রচারে বাধা দেওয়ার অভিযোগে পুলিশের সাথে বচসায় জড়ালেন খড়দহের বিজেপি প্রার্থী জয় সাহা৷ এদিন খড়দহের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি ঘুরে  ভোট প্রচার করছিলেন বিজেপির উপ নির্বাচনের প্রার্থী জয় সাহা। কথা বলছিলেন সাধারন মানুষের সাথে৷ শুনছিলেন তাদের সুবিধা অসুবিধার কথা। তখনই পুলিশ পরিকল্পিতভাবে তাঁর প্রচারে বাধা সৃষ্টি করে বলে অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী জয়৷

যদিও পুলিশের তরফে বিজেপি প্রার্থীর আনা অভিযোগ উড়িয়ে পাল্টা হিসেবে জয় সাহার বিরুদ্ধেই নির্বাচনী বিধি ভঙ্গের জোরাল অভিযোগ আনা হয়েছে৷ পুলিশের দাবি, এদিন  মনিশ পোতা সংলগ্ন এলাকায় প্রচার করার সময় পাঁচজনের বেশি লোক নিয়ে ভোট প্রচার করছিলেন বিজেপি প্রার্থী জয় সাহা। পুলিশের দাবি, করোনার কথা মাথায় রেখে পাঁচ জন লোক নিয়ে ভোট প্রচারের কথা বলেছে কমিশন৷

অন্যদিকে বিজেপি প্রার্থীর অভিযোগ, পথসভার জন্য লাগানো মাইক খুলে নেওয়া হয়। বিজেপি প্রার্থী জয়ের অভিযোগ, ‘‘বাংলা পুলিশ শাসকের দলদাসে পরিণত হয়েছে৷ শাসকদলের কথা মতো সব কিছু করছে৷ শাসকদলের জন্য সব কিছুতে ছাড়৷ অথচ আমাদের বেলায় যত নিয়ম৷’’ তাঁর অভিযোগ, পুলিশ তৃণমূলের হয়ে প্রতিহিংসা মূলক আচরণ করছে৷ যদিও অভিযোগ উড়িয়ে পুলিশের দাবি, পথসভার অনুমতি থাকলেও পাঁচশো মিটারের মধ্যে মাইক লাগানো যায় না। কিন্তু উনি সেটাই করেছিলেন৷ তাই মাইক খুলে নেওয়া হয়েছে৷ ঘটনার প্রতিবাদে গেরুয়া শিবির সরব হলেও এবিষয়ে তৃণমূল কংগ্রেসের থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *