কলকাতা: দিল্লিতে কেজরিওয়ালের ঝড়ে কার্যত ধরাশায়ী বিজেপি। এই দিল্লিতে নির্বাচনে জয়ের জন্য বিজেপি চেষ্টার কসুর করেনি। জনপ্রিয় আঞ্চলিক নেতাদের নিয়ে প্রচার চালিয়েছে বিজেপি। সেই প্রচারে ছিলেন বাংলা রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু কাজে আসেনি সেই প্রচার। মাত্র আটটা আসন পেয়েই বিজেপিকে খুশি থাকতে হয়েছে। এই পরিস্থিতি কেরজরিওয়ালের প্রশংসা শোনা গেল দিলীপ ঘোষের মুখে।
মমতাকে কটাক্ষ করতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, বন্ধু কেজরি যে ভাবে শিক্ষকদের বেতন বৈষম্য দূর করেছেন সেই একই পথ অনুসরণ করে রাজ্যের শিক্ষকদের মুখে হাসি ফোটানো উচিত। এ বিষয়ে তিনি বলেন, ‘দিল্লিতে কেজরিওয়ালের জয়তে আনন্দ করছেন। কিন্তু ওনাকে দেখে শেখা উচিত। উনি শিক্ষকদের প্রাপ্য থেকে বঞ্চিত করেনি। এ রাজ্যে উন্নয়নের কোনও কাজই হয়নি। উলটে দফায় দফায় শিক্ষকদের সঙ্গে বঞ্চনা করা হচ্চে। কখনো তাদের প্রাপ্য বেতন দেওয়া হচ্ছে না। তো কখনো বেতন কেটে নেওয়া হচ্ছে।’
এই প্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন, 'আমাদের সরকার এলে সব বঞ্চনাই দূর হয়ে যাবে। আমরা শিক্ষাকে কখনো অন্ধকারে ঠেলে দেবনা।' অন্যদিকে রাজ্য সরকারকে কটাক্ষ করে তিনি আরও বলেন, ‘মেলা খেলায় টাকা আছে শিক্ষকদের জন্য টাকা নেই। শুধু দলের দাদা ভাইদের পাইয়ে দেওয়া হচ্ছে। আমরা শিক্ষকদের আন্দলনের পাশে আছি। শিক্ষার মেরুদণ্ড অবহেলিত। দেশের অধিকার থেকে এরা বঞ্চিত। এসএসকে ও এমএসকে শিক্ষকদের জন্যও কোন সহানুভূতি দেখায়নি এই সরকার।’
একই সঙ্গে তিনি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ভুমিকা নিয়েও প্রশ্ন তুলে বলেন, ‘১০ তারিখ চিঠি দেওয়া হয়েছে আজ ১৩ তারিখ হয়ে গেছে তবুও শিক্ষামন্ত্রী সহানুভুতির সঙ্গে একবার দেখাও করলেন না।’ বিজিটিএ এর শিক্ষকদের বেতন বৈষম্যের দাবিতে সল্টলেকের আন্দোলন আজ চতুর্থ দিনে পড়ল। চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এখানেই এদিন উপস্থিত হয়েছিলেন দিলীপ ঘোষ।