সুস্থ থাকতে বাড়িকেও রাখুন করোনামুক্ত, প্রতিদিন নিয়ম মেনে পরিষ্কার করুন এইসব জিনিস

সুস্থ থাকতে বাড়িকেও রাখুন করোনামুক্ত, প্রতিদিন নিয়ম মেনে পরিষ্কার করুন এইসব জিনিস

9c3c353f8c56792802bd45a54a2e4ba1

কলকাতা: প্রাণঘাতী ভাইরাস করোনার হাত থেকে বাঁচাতে যুদ্ধ চালাচ্ছে গোটা বিশ্ব। ওষুধ ও ভ্যাকসিন তৈরি করতে কোমর বেঁধে ময়দানে নেমেছে প্রতিটি দেশ। ইতিমধ্যে ঘোষিত হয়েছে রাশিয়া নাকি করোনার প্রতিষেধকের ক্লিনিকাল ট্রায়াল সম্পূর্ণ করেছে। ভারতেও  করোনার প্রতিষেধক  কোভ্যাকসিন নিয়ে চলছে পরীক্ষা-নিরীক্ষা। কিন্তু যতদিন না এর ওষুধ প্রতিষেধক বাজারে আসছে ততদিন পর্যন্ত সচেতনতা ছাড়া গতি নেই। আর সচেতন থাকতে হলে বাইরের সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি বাড়ির মধ্যে মেনে চলতে হবে কিছু নিয়ম নীতি। কিছু কিছু জিনিস প্রত্যেকদিন অবশ্যই নিয়ম করে পরিষ্কার করতে হবে তাহলে অনেকটাই দূরে রাখা সম্ভব হবে এই মারণ ভাইরাসকে।

স্মার্ট ফোন:  প্রতিদিন আমরা যেসব জিনিসপত্র ব্যবহার করি তার মধ্যে সবথেকে বেশি ব্যবহৃত হয় আমাদের স্মার্টফোন। এটি ছাড়া কোন কাজই হয় না। মেসেজ, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, কোন বিল জমা দেওয়া থেকে শুরু করে নেট ব্যাঙ্কিং সবই হয় স্মার্টফোনের মাধ্যমে। ফলে এটি দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে আজকের দিনে। করোনার সময় মানুষ মাস্ক, গ্লাভস  ইত্যাদি পরে নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করছে। কিন্তু কাজের প্রয়োজনে রাস্তাঘাটে ফোন ব্যবহার করতে হচ্ছে।  তারপর নিজেকে মানুষ জীবনে মুক্ত করলেও ফোনটি স্যানিটাইজ করার কথা অনেক সময় মাথায় থাকে না। এটা কিন্তু একেবারেই হতে দেবেন না। নিয়ম মেনে আপনার স্মার্টফোনটি স্যানিটাইজ করুন। না হলে ফোন থেকে ছড়াতে পারে করোনা ভাইরাস।

টিভির রিমোট:  করনা থেকে বাঁচতে এখন প্রায় সবাই ঘরবন্দি টিভি আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। দেশ বিদেশের খবরা খবর জানার জন্যই হোক বা বিনোদনের জন্য সিরিয়াল দেখা বা সিনেমা দেখা টিভির মাধ্যমে সেই সব চাহিদা পূরণ হচ্ছে। কিন্তু যেহেতু টিভির রিমোট মানুষ রাস্তায় নিয়ে বেরোয় না তাই এটি পরিষ্কার করা এড়িয়ে যায় মানুষ কিন্তু এই পরিস্থিতিতে একেবারেই তা হতে দেবেন না। সম্ভব হলে রিমোট ব্যবহারের আগে এবং পরে  ওয়েট টিস্যু বা স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করুন।

ডোরবেল:  বাইরে থেকে এসে মানুষ সবার আগে আঙুল রাখে ডোরবেলে। ফলে ডোরবেলে জীবাণু থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই প্রতিদিন, সম্ভব হলে দিনে দুবার ডোরবেল স্যানিটাইজ করুন।  যতটা সম্ভব পরিষ্কার রাখার চেষ্টা করুন। একইভাবে বাড়ির সুইচ বোর্ডগুলো, যেগুলোয় আপনি বাইরে থেকে এসে হাত দেন, সেগুলিও স্যানিটাইজ করুন নিয়ম করে।

রান্নাঘর জীবাণুমুক্ত রাখুন:  সাধারণত ব্যবহৃত বাসন  সাবান জলে না ধুয়ে কেউ রান্নাঘরে রাখেন না। কিন্তু যে স্কচ বাইটটি দিয়ে আপনি বাসন পরিষ্কার করেন সেটি জীবাণুমুক্ত তো? আগে সেদিকে নজর দিন। কারণ সেটি পরিষ্কার না হলে বাড়িতে রোগের আনাগোনা বাড়বে। তাই রান্নাঘর সব সময় জীবাণুমুক্ত রাখুন। প্রয়োজন হলে দুটো স্কচ বাইট ব্যবহার করুন। একটা পরিষ্কার করে শুকোতে দিয়ে অন্যটায় কাজ সারুন। এভাবে পাল্টে পাল্টে কাজ করলে জীবাণু থাকার সম্ভাবনা কমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *