ফের বিস্ফোরক রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ সোমবার আরামবাগের জনসভা থেকে দলীয় নেতা-কর্মীদের উত্তপ্ত করতে বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ ঘোষ৷ এদিন তিনি বলেন, ‘‘আগামী লোকসভায় তৃণমূলের ঘটি উল্টে দেব৷ দেখি ওদের কত শক্তি আছে৷’’ তৃণমূলকে হুঁশিয়ারি দিতে গিয়ে বিজেপির নেতাকর্মীদের হাতে বাঁশ তুলে নেওয়ার পরামর্শ দেন দিলীপ৷ বলেন, ‘‘ঝাড়ের বাঁশ যেন সবার হাতে থাকে৷ ওই বাঁশগুলি পরে কাজে লাগবে৷ যন্ত করে রেখে দিন৷’’ তৃণমূল নেতাদের বিরুদ্ধে বিজেপি সভাপতির মন্তব্য, ‘‘বেছে বেছে সবকটাকে মারব৷ কাউকে কিছুই ভোগ করতে দেব না৷ সে তিনি যত বড়ই নেতা হোক৷’’
সম্প্রতি, বিজেপিকে রুখতে তৃণমূল নেতা-কর্মীদের পাঁচন ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন অনুব্রত মণ্ডল৷ পাঁচন হাতে বীরভূমে মিছিলও হয়৷ এবার অনুব্রতর পাঁচন তত্ত্বের পর এবার দিলীপের বাঁশের ব্যবহারের নির্দেশের জেরে বাংলার রাজনীতির আকাশে কালো মেঘ দেখতে শুরু করেছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷