কলকাতা: কাশীপুরে বিজেপি কর্মীর রহস্যমৃত্যুর ঘটনায় মামলা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট৷ শুক্রবার এই ঘটনায় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের দৃষ্টি আকর্ষণ করেন বিজেপি-র আইনজীবীরা। সেই আবদেনে সাড়া দেন তিনি। প্রধান বিচারপতি জানান, অর্জুন চৌরাসিয়ার মৃত্যুর ঘটনায় মামলা করতে পারবে বিজেপি।
আরও পড়ুন- Breaking: অর্জুনের পরিবারের কাছে শাহ, উঠছে সিবিআই তদন্তের দাবি
এদিকে, এখনই ময়নাতদন্ত নয়৷ আদালতের কাছে আবেদন জানান আইনজীবী সুবীর সান্যাল। তাঁর আবেদন, এই ঘটনায় সিবিআই তদন্তের পাশাপাশি অর্জুনের দেহ সংরক্ষণ করে রাখা হোক৷ মামলার নথি দেওয়া হয়েছে রাজ্য সরকারি আইনজীবিদের। যদিও ইতিমধ্যেই অর্জুন চৌরাসিয়ার দেহ আরজি কর হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ময়নাতদন্তের গোটা প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফি করা হবে বলেও অনুমতি মিলেছে। এমনকী ময়নাতদন্তের সময় পরিবারের সদস্যদেরও ভিতরে থাকার অনুমতি দেওয়া হয়েছে বলে খবর।
এই ঘটনার জেরে দ্বিতীয় দিনের স্বাগত কর্মসূচি আপাতত স্থগিত রেখে কাশীপুরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কাশীপুরে বিজেপি যুবমোর্চা কর্মীর রহস্যমৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন৷ নিহত অর্জুন চৌরাসিয়ার পরিবারের সঙ্গেও দেখা করেন তিনি৷ আগেই ঘটনাস্থলে গিয়েছেন বিজেপি’র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। পরিকল্পনামাফিক বিজেপি’র যুবকর্মীকে খুন করা হয়েছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>