বন্ধ স্কুলে ‘দুয়ারে’ শিবির! লক্ষ্মীর ভান্ডারের ফর্ম পূরণে কন্যাশ্রীরা পড়ুয়ারা

বন্ধ স্কুলে ‘দুয়ারে’ শিবির! লক্ষ্মীর ভান্ডারের ফর্ম পূরণে কন্যাশ্রীরা পড়ুয়ারা

চাঁচল: দুয়ারে সরকার শিবিরে আগত মহিলাদের ‘লক্ষ্মীর ভান্ডার’ সহ বিভিন্ন সরকারি প্রকল্পের ফর্মপূরণ করে দিচ্ছেন রাজ্য সরকারের ‘কন্যাশ্রী’ প্রকল্পের সুবিধাপ্রাপ্ত   স্কুলছাত্রীরা। সোমবার এমনই চিত্র ধরা পড়ল মালদার চাঁচোলের মতিহার পুর গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুর হাই মাদ্রাসার দুয়ারে সরকার শিবিরে।

সরকারি প্রকল্পের সুবিধা পেতে ভিড় জমান সাধারন মানুষ। সেখানেই দেওয়া হচ্ছে সরকারি প্রকল্পের ফর্ম৷ কিন্তু অনেকেই সেই ফর্ম পূরণ করতে পারছেন না৷ যার কারণে সমস্যায় পড়ছেন  সরকারি প্রকল্পের সুবিধা নিতে আসা মানুষজন। ঠিক সেই মুহুর্তে সমস্যা সমাধানে এগিয়ে আসছে কন্যাশ্রীর ছাত্রীরা। স্কুল ইউনিফর্ম, মুখে মাস্ক সামাজিক দূরত্ব বজায় রেখে উপভোক্তাদের ফর্ম পূরণ করছেন সুহানা, চুমকি ও পায়েলরা।

স্কুল ছাত্রীর পাশাপাশি তাদের আরও একটা পরিচয়, তাঁরা রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পের উপভোগী ছাত্রী। পড়াশোনার ফাঁকে অবসর সময়টুকু ঘরে বসে না কাটিয়ে সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে এসেছে তারা। সন্তোষপুর হাই মাদ্রাসার প্রায় কুড়ি জন কন্যাশ্রী ঘরের লক্ষীদের পাশে দাঁড়িয়েছে। এব্যাপারে মতিহার পুর হাই মাদ্রাসার ছাত্রী সুহানা বেগম, চুমকি পারভিনরা জানান, আমরা কন্যাশ্রীরা দুয়ারে সরকারের শিবিরে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি। অনেক মা-কাকিমা-জেঠিমারাই সঠিকভাবে ফর্ম ফিলাপ করতে পারেন না। তাঁদের উদ্দেশ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পেরে ভালো লাগছে।

শিবিরে এসে কন্যাশ্রী মেয়েদের হাতে ফর্ম পূরণ করতে পেরে খুশি উপভোগ তারা। শিবিরে আশা এক উপভোক্তা শুকতারা বিবি জানান, ‘‘ওই কন্যাশ্রীর মেয়েরা আমার ফর্ম ফিল আপ করে দিল। নিজেরা তো পারছি না। ওরা করে দিল খুব সুবিধা হল৷’’ এবিষয়ে চাঁচোল-১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সমীরণ ভট্টাচার্য বলেন, ‘‘এটা সত্যি একটি প্রশংসনীয় উদ্যোগ৷ কন্যাশ্রীর মেয়েরা তাঁরা নিজেরাই স্বেচ্ছায় এগিয়ে এসেছে৷ তাদেরকে আমরা সাধুবাদ জানাই।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =