কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

কলকাতা: সোমবার সকালে দুর্ঘটনার কবলে পড়ে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস৷  জলপাইগুড়ি স্টেশন ছাড়ার পর রাঙাপানি স্টেশনে ঢোকার আগে দুর্ঘটনাটি ঘটে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পিছন থেকে ধাক্কা মারে…

কলকাতা: সোমবার সকালে দুর্ঘটনার কবলে পড়ে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস৷  জলপাইগুড়ি স্টেশন ছাড়ার পর রাঙাপানি স্টেশনে ঢোকার আগে দুর্ঘটনাটি ঘটে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পিছন থেকে ধাক্কা মারে মালদহগামী একটি মালগাড়ি৷ প্রবল ঝাঁকুনি দিয়ে দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। একটি বগি উঠে যায় মালগাড়ির ইঞ্জিনের মাথায়৷

খবর পেয়েই এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় উদ্বেগও প্রকাশ করেন তিনি। এবার অকুস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী৷ এদিন সকালে মমতা লেখেন, ‘‘এই মাত্র দার্জিলিঙের ফাঁসিদেওয়া এলাকায় ট্রেন দুর্ঘটনার খবর পেলাম। এখনও সবটা জানতে পারিনি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে একটা মালগাড়ি ধাক্কা মেরেছে শুনেছি। জেলাশাসক, এসপি, চিকিৎসক এবং অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছেছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হচ্ছে।’’ এর পরেই জানা যায়, রাঙাপানির উদ্দেশে রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী৷

 

সোমবার বিকেলে সাড়ে ৪টেয় উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দিচ্ছে বিমান৷ বাগডোগরা বিমানবন্দরে নামার পরই উত্তরবঙ্গে মেডিক্যাল কলেজ হাসপাতালে যাবেন মমতা। সেখানে দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করবেন তিনি।

 

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ কেন্দ্রীয় সরকারের তরফে ক্ষতিপূরণও ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *