কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আটকে আপনার পরিচিত কেউ! কীভাবে খবর জানবেন?

মালদা: দূর্ঘটনার কবলে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ইতিমধ্যে রেল যাত্রীদের পরিবার আত্মীয় পরিজনদের জন্য রেলের পক্ষ থেকে হেল্প ডেস্ক খোলা হয়েছে। আর সেই হেল্প ডেস্ক নম্বরে…

মালদা: দূর্ঘটনার কবলে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ইতিমধ্যে রেল যাত্রীদের পরিবার আত্মীয় পরিজনদের জন্য রেলের পক্ষ থেকে হেল্প ডেস্ক খোলা হয়েছে। আর সেই হেল্প ডেস্ক নম্বরে ফোন করেই খবর নিতে পারেন আপনি৷ বিভিন্ন স্টেশনে ইতিমধ্যে এই হেল্প ডেস্ক খুলেছে রেল।

শিয়ালদহ স্টেশনে হেল্প ডেস্ক নম্বর:০৩৩-২৩৫০৮৭৯৪০৩৩-২৩৮৩৩৩২৬৷ গুয়াহাটি স্টেশনে হেল্প ডেস্ক নম্বর:০৩৬১২৭৩১৬২১, ০৩৬১২৭৩১৬২২, ০৩৬১২৭৩১৬২৩৷ কাঠিহার স্টেশনে হেল্প ডেস্ক নম্বর:০৯০০২০৪১৯৫২৯৭৭১৪৪১৯৫৬, কাঠিহার জংশন ষ্টেশনের হেল্প ডেস্ক নম্বর ৬২৮৭৮০১৮০৫৷ আপনার পরিচিত কেউ এই ট্রেনে যাত্রা করছিল জেনে থাকলে তিনি সুরক্ষিত আছেন কিনা এই নম্বরগুলিতে ফোন করে জানতে পারেন আপনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *