Aajbikel

জামিন পেয়েও জেলেই কল্যাণময়! নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার CBI-এর হাতে

 | 
কল্যাণময়

 কলকাতা: স্কুলে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে বুধবারই জামিন দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তবে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে তাঁকে৷ তাঁর প্রতি মুহূর্তের গতিবিধির উপর নজর রাখা হবে৷ এক বছরেরও বেশি সময় পর বৃহস্পতিবার জেলের বাইরে পা রাখার কথা ছিল কল্যাণময়ের। কিন্তু তেমনটা হল না। নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

জানা গিয়েছে, এই মামলায় আগেই কল্যাণময়কে গ্রেফতার করতে চেয়েছিল সিবিআই৷ এই মর্মে আবেদনও জানিয়েছিলেন কেন্দ্রীয় তদন্ত সংস্থার আধিকারিকরা। বুধবারই সেই আবেদন মঞ্জুর করে আলিপুরের বিশেষ সিবিআই আদালত। জানা গিয়েছে, নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত কল্যাণময়কে জেল হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ওই একই মামলায় অশোক সাহা, সুব্রত সামন্তকেও জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত৷ 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় গত বছর মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করা হয়৷ তারপর থেকে প্রেসিডেন্সি জেলেই রয়েছেন তিনি৷ বুধবার কলকাতা হাই কোর্টে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ শর্তসাপেক্ষে তাঁকে জামিন দেন। তবে শেষ পর্যন্ত জেলের বাইরে বেরনো হল না তাঁর৷ 

Around The Web

Trending News

You May like