কলকাতা: এসএসসি নিয়োগকাণ্ডে গ্রেফতার মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। প্রায় ৬ ঘণ্টার বেশি সময় ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই জিজ্ঞাসাবাদের পরেই গ্রেফতার হলেন তিনি। তাঁকে গ্রেফতার করেছে সিবিআই। এর আগে একাধিকবার নিয়োগ দুর্নীতি ইস্যুতে তাঁকে জিজ্ঞাসাবাদ করে ইডি, সিবিআই। তাঁর বাড়ি, অফিস সব জায়গায় গিয়েও তল্লাশি করা হয়। এদিন তাঁকে দুপুর ১২ টা নাগাদ নিজাম প্যালেসে তলব করা হয়েছিল। প্রায় ৬ ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের পর অবশেষে তাঁকে গ্রেফতার করেছে সিবিআই। আপাতত তাঁর মেডিক্যাল পরীক্ষা হবে।
আরও পড়ুন- নিয়োগ দুর্নীতি মামলায় ED-র পর এবার পার্থকে হেফাজতে চেয়ে আদালতে CBI
সূত্র মারফৎ জানা গিয়েছে, বিগত কয়েক বছর ধরে যেহেতু তিনি সভাপতি পদে ছিলেন, তাই তিনি আদতে কার নির্দেশ মানতেন, নিয়োগ দুর্নীতিতে তাঁর ভূমিকা কী, এইসব ব্যাপারেই জানতে চায় সিবিআই। একাধিক নথি নিয়েও তাঁকে আজ আসতে বলা হয়েছিল। কিন্তু জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের সময়ে তাঁর উত্তরে একাধিক অসংগতি লক্ষ্য করেছেন সিবিআই আধিকারিকরা। সন্দেহ হওয়ায় দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
নিয়োগ বিতর্কে কলকাতা হাইকোর্টের নির্দেশে তৈরি প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগের কমিটিও তাঁর বিরুদ্ধে সরব হয়। তার মধ্যেই অপসারিত করা হয় মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। গত ২৩ জুন তাঁর পদে আসেন রামানুজ গঙ্গোপাধ্যায়। গ্রুপ ডি মামলায় রিপোর্ট পেশ করে বাগ কমিটি আদালতে জানিয়েছিল যে, ৬০৯ টি ভুয়ো সুপারিশ পত্র দেওয়া হয়েছিল। নিয়ম অনুসারে, সুপারিশ পত্রের হিসাব রাখার জন্য আলাদা রেজিস্ট্রার ছিল। কিন্তু চেয়ারম্যানকে না জানিয়েই এই সুপারিশ পত্র দেওয়া হত। এই নিয়োগপত্র গুলি পর্ষদের অফিস থেকে না দিয়ে এসএসসির নবনির্মিত ভবন থেকে দেওয়া হয়েছিল।