সুখবর! ভোটের আগেই চালু হচ্ছে কল্যাণীর এইমস, বড় উপহার কেন্দ্রের

সুখবর! ভোটের আগেই চালু হচ্ছে কল্যাণীর এইমস, বড় উপহার কেন্দ্রের

কলকাতা: দীর্ঘ অপেক্ষার অবসান৷ বিধানসভা নির্বাচনের আগে কাজ শুরু করতে চলেছে কল্যাণী এইমস৷ বিধানসভায় ভোটের ঠিক মুখে বাংলায় প্রথম এইমস চালু করে নির্বাচনী বার্তা দিতে পারে বঙ্গ বিজেপি৷ ভোটের আগেই ১ হাজার ৭৫৪ কোটি টাকা খরচে এই প্রথম বাংলাকে এইমস উপহার দিতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার৷

সরকারি হিসাবে ২০২১ সালের জুন মাসে কল্যাণী এইমসের কাজ শেষ হওয়ার কথা৷ কিন্তু, ভোটের কথা মাথায় রেখে গোটা প্রক্রিয়া মাস দু’য়েক এগিয়ে আনা হতে পারে বলে বিজেপি সূত্রে খবর৷ গেরুয়া শিবির সূত্রে খবর, কল্যাণী এইমসকে সামনে রেখে ভোটের প্রচারে নামবে বিজেপি৷ নির্বাচনী ইস্যুও হতে পারে কল্যাণীর এইমস৷ যদিও, কংগ্রেস আমল থেকেই এই এইমস নির্মাণকে কেন্দ্র করে টানাপোড়েন শুরু হয়েছিল৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে রায়গঞ্জে হয়নি এইমস৷ দীপা দাশমুন্সি বহু চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন৷ আর তাতেই এইমসের স্বপ্ন থেকে বঞ্চিত হয়েছেন উত্তরবঙ্গ৷ ভোটের আগে উত্তরবঙ্গের সেই বঞ্চনাকে ফের উস্কে দেওয়ার পরিকল্পনাও রয়েছে বিজেপির৷

বাংলার একটি দৈনিকে বিজেপি সাংসদ সুভাষ সরকার জানিয়েছেন, ‘‘দু’মাসের মধ্যে ওপিডি চালু হয়ে যাবে৷ বিধানসভা ভোটের আগেই কল্যাণী এইমস কাজ শুরু করে দেবে৷লোকসভায় বাংলার মানুষ যেভাবে বিজেপিকে দু’হাতে দিয়ে আশীর্বাদ করেছেন, তাঁদের সম্মানে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক চিকিৎসাকেন্দ্র গড়ে তুলেছেন৷’’

নদীয়ার কল্যাণীর বসন্তপুরে ১৭৯.৮২ একর জমিতে উপর গড়ে উঠছে বাংলার প্রথম এইমস৷ আপাতত ৯৬০টি শয্যার সর্বাধুনিক স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা হচ্ছে৷ আগামী শিক্ষাবর্ষে ১০০ এমবিবিএস আসনে মেডিক্যাল কলেজে ভর্তি শুরু হচ্ছে৷ চিকিৎসক ও নার্স নিয়োগের কাজ শুরু হচ্ছে বলে খবর৷ জানা গিয়েছে, ছ’তলার ওপিডি বিল্ডিংয়ের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে৷ হস্টেলও তৈরির কাজও শেষের দিকে৷ এইমসের সঙ্গে জাতীয় সড়কের সংযোগকারী রাস্তাও চওড়া করা হচ্ছে৷ খুব দ্রত দেশের সপ্তম এইমস আত্মপ্রকাশ করছে বাংলার কল্যাণীতে৷ ভোপাল, ভুবনেশ্বর, যোধপুর, পাটনা, রায়পুর ও হৃষিকেশের পর এবার জুড়ছে কল্যাণীর নাম৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 10 =