‘রামনবমীর আগে দাঙ্গা লাগাবে? এত সহজ?’ বিজেপিকে হুঁশিয়ারি কল্যাণের

জে পি নাড্ডা যখন বর্ধমানে দলের দিকে ভোট টানতে ব্যস্ত, তখন ব্যারাকপুরের মঞ্চে দাঁড়িয়ে বিজেপিকেই কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দিন সভা থেকে 'দুয়ারে সরকার' ও 'স্বাস্থ্যসাথী' প্রকল্পের প্রশংসা করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এছাড়া ২০২১-এ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে জুন মাস পর্যন্ত রাজ্যবাসীর জন্য যে রেশন ফ্রি রয়েছে তা সারা জীবনের জন্য করার প্রতিশ্রুতি দেন তিনি।

 

কলকাতা: জে পি নাড্ডা যখন বর্ধমান থেকে ভোট টানতে ব্যস্ত, তখন বারাকপুরের মঞ্চে দাঁড়িয়ে বিজেপিকেই কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শনিবার সভা থেকে ‘দুয়ারে সরকার’ ও ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের প্রশংসা করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ২০২১-এ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে জুন মাস পর্যন্ত রাজ্যবাসীর জন্য যে রেশন ফ্রি রয়েছে, তা সারা জীবনের জন্য করার প্রতিশ্রুতি দেন তিনি৷ একই সঙ্গে বিজেপিকে কড়া ভাষায় ছুড়ে দেন হুঁশিয়ারি৷

সভা থেকে তৃণমূল সাংসদ বলেন, ‘‘বঙ্গ বিজেপি খ্যাপা ষাঁড়ের মতো দৌড়ে বেড়াচ্ছে পশ্চিম বাংলায়। কোথায় কিছু করতে পারছে না।’’ বিজেপির হিন্দুত্ববাদ নিয়েও এদিন কটাক্ষ করেন কল্যাণ। বলেন, তিনি ব্রাহ্মণ সন্তান। ৫০ বছর আগে পৈতে হওয়ার পর থেকে রোজ তিনি গায়ত্রী মন্ত্র জপ করেন। সকালে শিবের মাথায় জল ঢেলে তাঁর দিন শুরু হয়। চণ্ডীপাঠও করেন তিনি। তারপর তিনি জলস্পর্শ করেন। রাতে কাজ থেকে ফিরে তিনি পুজো করে তবে খাবার খান। এদিন তিনি বলেন, “ধর্ম তোমার কাছে আমাদের শিখতে হবে না। রামনবমীর আগে দাঙ্গা লাগাবে? এত সহজ? যদি রামনবমীর আগে দাঙ্গা লাগাতে আসে, তবে সেই জায়গা থেকে যাতে ফিরে যেতে না পারে সেই ব্যবস্থা আমি করব।’’

‘‘২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় বারের মতো মুখ্যমন্ত্রী হয়ে যখন ক্ষমতায় আসবেন, তখন ওই মীরজাফরের নাম কেউ নেবে না। কোন মা ওই মিরজাফরের নামে সন্তানের নাম রাখবে না।’’ বলেন কল্যাণ। ‘মীরজাফর’ বলতে তিনি কাকে বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট। কিন্তু এদিন ‘তাঁর’ নাম মুখে আনেননি কল্যাণ। তাঁকে ‘কাঁথির মেজবাবু’ বলেই সম্বোধন করেছেন তৃণমূল সাংসদ। -ফাইল ছবি৷
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 8 =