‘বুকের পাটা থাকলে ডোমজুড়ে খেলবি আয়’, রাজীবকে বিঁধে স্লোগান কল্যাণের

‘বুকের পাটা থাকলে ডোমজুড়ে খেলবি আয়’, রাজীবকে বিঁধে স্লোগান কল্যাণের

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: আয় রে রাজীব খেলবি আয়, বুকের পাটা থাকলে ডোমজুড়ে খেলবি আয়৷ সদ্য বিজেপিতে যাওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়কে চরম নিশানা করে স্লোগান তুললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ আজ সকালে হাওড়ার দূর্গাপুর অভয়নগর থেকে পঞ্চাননতলা পর্যন্ত তৃণমূলের মিছিলের নেতৃত্ব দিয়ে ওই শ্লোগান দেন তোলেন কল্যাণ৷ কল্যাণ বলেন, আয়রে রাজীব খেলবি আয়, বুকের পাটা থাকলে ডোমজুড়েতে খেলবি আয়। উপস্থিত দলীয় কর্মীরা বলতে থাকেন, খেলা হবে। খেলা হবে।

একইসঙ্গে এদিন রাজীব বন্দ্যোপাধ্যায় মুর্দাবাদ স্লোগানও তোলেন কল্যাণ৷ একইসঙ্গে স্লোগানের সুরে বলেন, বেইমান রাজীব বন্দ্যোপাধ্যায়ের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও৷ তৃণমূলের দাপুটে নেতা এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী যোগ দিয়েছেন বিজেপি শিবিরে। ডোমজুড় কেন্দ্রের দুই বারের বিধায়ক ছিলেন রাজীব। ডোমজুড় বিধানসভা কেন্দ্রটি শ্রীরামপুর বিধানসভার অধীনে। সেই কেন্দ্রের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখে ফের শোনা গেল রাজীবের বিরুদ্ধে আক্রমণাত্মক সুর। রীতিমত সেই রাজীবের বিরুদ্ধে স্লোগান তুললেন কল্যাণ৷ চ্যালেঞ্জ ছুঁড়লেন বুকের পাটা থাকলে ডোমজুড়ে খেলবি আয়৷

প্রসঙ্গত, শনিবার তৃণমূলের প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, “হতাশা থেকে বাধ্য হয়েই উনি রাজ্যসভার কক্ষে দাঁড়িয়ে ওই কথা বলেছেন। দলে অনেক নেতা কর্মীরা রয়েছেন যারা হয়তো প্রকাশ্যে কিছু বলতে পারছেন না। দমবন্ধ হওয়া প্রচুর মানুষ দলে আছেন। আগামী দিনে প্রতিবাদের ভাষা তাদের মধ্যেও থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + four =