১০ টাকার শেয়র বিক্রি ৪৪০-এ! ‘কালীঘাটের কাকু’র সংস্থার শেয়ার কিনেছে ‘কালো তালিকাভুক্ত’ দুই কোম্পানি

১০ টাকার শেয়র বিক্রি ৪৪০-এ! ‘কালীঘাটের কাকু’র সংস্থার শেয়ার কিনেছে ‘কালো তালিকাভুক্ত’ দুই কোম্পানি

কলকাতা: শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর সংস্থার শেয়ার বিক্রি হল চড়া দামে৷ আর সেই শেয়ার কিনল এমন দু’টি সংস্থা, যেগুলি রেজিস্ট্রার অফ কোম্পানিসের ‘কালো তালিকাভুক্ত’। এমনটাই খবর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সূত্রে।

আদালতে ইডি জানায়, সুজয়কৃষ্ণ তাঁর সংস্থা ওয়েল্থ উইজার্ডসকে দুর্নীতির কালো টাকা সাদা করার কাজে লাগিয়েছিল৷ এই সংস্থাটি ৪৪০ টাকা করে তার শেয়ার ইস্যু করে। সেগুলি কিনে নেয় বেশ কয়েকটি সংস্থা৷ ওই সংস্থাগুলির নিয়ন্ত্রক ছিলেন সুজয়কৃষ্ণ নিজেই। এভাবে শেয়ারের মাধ্যমেই নিয়োগ দুর্নীতির ১০ কোটি টাকা সরানো হয়েছে বলে ইডির দাবি। যে সংস্থাটি ন্যূনতম দামে শেয়ার বাজারে ছাড়তে পারে, সেখানে প্রত্যেকটি শেয়ারের দাম ৪৪০ টাকা হওয়াটা নিঃসন্দেহে সন্দেহজনক। ১০ টাকার শেয়ারের দাম ৪৪০ টাকা কী ভাবে? তদন্ত আরও গভীরে পৌঁছলে ইডি জানতে পারে, এমন দু’টি সংস্থা তিন কোটি টাকার শেয়ার কিনেছে, যেগুলি অনেক দিন আগে থেকেই ‘রেজিস্ট্রার অফ কোম্পানিস’-এর কালো তালিকাভুক্ত৷ 

ইডি জানাচ্ছে, এই লেনদেনের প্রত্যেকটি যথেষ্ট সন্দেহজনক। সুজয়ের অন্যান্যা সংস্থাগুলিও ইডির স্ক্যানারে রয়েছে। তদন্তে ইডি জানতে পেরেছে, সুজয়কৃষ্ণর দু’টি সংস্থা বহু রিয়েল এস্টেটের কাজ করেছে, যেগুলিতে এক কোটি টাকা লগ্নি করা হয়েছে। টাকা পাচার ও তছরূপের জন্যে ১০০টিরও বেশি ব্যাঙ্ক অ্যাাকাউন্ট ব্যবহার করা হয়েছে৷ ইডির দাবি, সুজয়কৃষ্ণ ২০১৪ সালের টেট দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন৷ ইডির কাছে সেই প্রমাণ রয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 15 =