আজ থেকেই খুলে যাচ্ছে কালীঘাট মন্দিরের দুয়ার, পুজো দেওয়া যাবে দু’বেলাই

আজ থেকেই খুলে যাচ্ছে কালীঘাট মন্দিরের দুয়ার, পুজো দেওয়া যাবে দু’বেলাই

f13f28a0346ed3594caa83769faa2fd7

কলকাতা: শনিবার অর্থাৎ আজ থেকেই ফের একবার খুলে যাচ্ছে কালীঘাট মন্দিরের দরজা। এবার থেকে দুবেলাই ভক্তরা মন্দিরে পুজো দিতে পারবেন তবে মানতে হবে কঠোর করোনাভাইরাস নিয়ম বিধি। এমনটাই জানানো হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে। রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য নিয়মবিধি বাড়িয়ে দিয়েছে আগামী ১৫ অগাস্ট পর্যন্ত। তার মধ্যে মন্দির খুলে যাওয়ায় বাড়তি সর্তকতা অবলম্বন করতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। পুজো দেওয়াকে কেন্দ্র করে যাতে কোনরকম ভাবে ভিড় না হয় তার দিকেও নজর রাখতে হবে আলাদা করে।

গত ১৪ মে থেকে বন্ধ ছিল কালীঘাট মন্দির। আজ থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে মন্দিরের দরজা। মন্দির কমিটি জানিয়েছে যে, সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা এবং বিকেল ৪ টে থেকে সন্ধ্যে ৭ টা পর্যন্ত খোলা থাকবে মন্দিরের গর্ভগৃহ। নির্দিষ্ট করোনাভাইরাস নিয়ম বিধি মেনেই মন্দিরে প্রবেশ করতে হবে এবং পুজো দিতে হবে দর্শনার্থীদের। উল্লেখ্য, আগামী ১৫ অগাস্ট পর্যন্ত রাজ্যে করোনাভাইরাস সংক্রান্ত নিয়ন্ত্রণ বিধির মেয়াদ বৃদ্ধি করেছে রাজ্য সরকার। একই সঙ্গে নাইট কার্ফুতে কড়াকড়ি করা হয়েছে। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত যানবাহন এবং রাস্তাঘাটে সাধারণ মানুষের চলাফেরায় আগেই নিষেধাজ্ঞা জারি করেছিল সরকার। সেই বিধি কার্যকর ছিল ৩০ জুলাই পর্যন্ত। তবে সেই বিধিনিষেধের মেয়াদ ১৫ অগস্ট পর্যন্ত বাাড়িয়ে দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার। 

আরও পড়ুন- শুনানি হল না, পিছিয়ে গেল রাজ্যের ভোট পরবর্তী হিংসা মামলা

স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, জরুরি পরিষেবা ছাড়া এই সময় কেউ বাড়ির বাইরে বেরতে পারবে না। একই সঙ্গে মাস্ক পরা, পারস্পরিক দূরত্ব বজায় রাখা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি পালন করা হচ্ছে কি না, সে ব্যাপারেও কড়াকড়ি করার নির্দেশ দেওয়া হয়েছে। বেশ কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় রাতের বেলা বহু মানুষ করোনাভাইরাস নিয়ম বিধি লঙ্ঘন করছেন। এমনকি রাত পর্যন্ত খোলা থাকছে অনেক বার এবং রেস্তোরাঁ। সেই প্রেক্ষিতেই নাইট কার্ফু আরো কড়া করার কথা ভেবেছিল নবান্ন। সেই প্রেক্ষিতেই পদক্ষেপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *