বছরের প্রথম দিনেই বন্ধ থাকবে কালীঘাট মন্দিরের গর্ভগৃহ, দক্ষিণেশ্বরে ভক্তবিহীন কল্পতরু

বছরের প্রথম দিনেই বন্ধ থাকবে কালীঘাট মন্দিরের গর্ভগৃহ, দক্ষিণেশ্বরে ভক্তবিহীন কল্পতরু

কলকাতা: দেশজুড়ে বাড়তে শুরু করেছে করোনার উদ্বেগ৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা৷ ভয় ধরাচ্ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন৷ বাংলার বুকেও হানা দিয়েছে করোনার নয়া রূপ৷ সংক্রমণ রুখতে বছরের প্রথম দিন ভক্তদের জন্য কালীঘাট মন্দিরের গর্ভগৃহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল মন্দির কর্তৃপক্ষ৷ অন্যদিকে, গত বছরের মতো এবছরও দক্ষিণেশ্বরে কল্পতরু উৎসব হবে ভক্তবিহীন৷ 

আরও পড়ুন- খাস কলকাতায় ভুয়ো ‘র’-অফিসার সেজে রাজ্যপালকে পরামর্শ! ধৃত চিকিৎসক

২০২১-এর মতো ২০২২-এও বর্ষবরণের উৎসবে করোনার কাঁটা৷ নতুন বছরকে বরণ করে নিতে মানুষ যখন উৎসবের আমেজে মাতোয়ারা, তখন সংক্রমণ নিয়ে সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা৷ এদিকে পয়লা জানুয়ারি নববর্ষের পাশাপাশি কল্পতরু উৎসবও বটে৷ ওই দিন দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যান লাখো ভক্ত৷ কিন্তু সংক্রমণের কথা মাথায় রেখে এবছরও ভক্তহীন ভাবেই কল্পতরু উৎসব পালনের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষ৷ একই ভাবে কালীঘাট মন্দিরের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আলিপুর আদালতের নির্দেশ মেনে ১ জানুয়ারি ভক্তদের জন্য মন্দিরের গর্ভগৃহ বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ওই দিন শুধুমাত্র মন্দিরের পুরোহিত ও  সেবায়েতরাই ভিতরে প্রবেশ করতে পারবেন। তবে নিত্যপুজো বা ভোগের ক্ষেত্রে কোনও পরিবর্তন আনা হবে না৷ 

অন্যদিকে, বছরের শেষ দিনে ভিড় উপচে পড়েছে বীরভূমের তারাপীঠ এবং কংকালীতলা মন্দিরে। নতুন বছর ভাল কাটুক এই কামনায় মন্দিরে পুজো দিতে ভিড় জমিয়েছেন ভক্তরা৷ শুক্রবার সকাল থেকেই দুই মন্দিরে কয়েক হাজার ভক্তের ভিড়৷ পুণ্যার্থীরা যাতে স্বাস্থ্যবিধি মেনে মন্দিরে পুজো দিতে আসেন, পুলিশ প্রশাসন ও মন্দির কর্তৃপক্ষের তরফে সেই আর্জি জানানো হয়েছে৷ ভক্তরা যাতে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করেন এবং দূরত্ববিধি মেনে চলেন, তা দেখার জন্য স্বেছাসেবকও নিয়োগ করা হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে৷ রয়েছে পুলিশ৷ তবে সংক্রমণ রুখতে আজ ও আগামিকাল তারাপীঠের গর্ভগৃহে প্রবেশ করে অঞ্জলি দেওয়া যাবে না৷ বন্ধ রাখা হবে গর্ভগৃহ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 14 =