আজ বিকেলেও কি কালবৈশাখী? যা বলছে হাওয়া অফিস

আজ বিকেলেও কি কালবৈশাখী? যা বলছে হাওয়া অফিস

কলকাতা: চলতি সপ্তাহে একাধিক দিন বৃষ্টি হয়েছে এবং ঝোড়ো হাওয়ায় বয়েছে। এক কথায়, কালবৈশাখীর দেখা পেয়েছে বঙ্গবাসী। কিন্তু আগামী দু-তিন দিন আর এমনটা হওয়ার সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। পূর্বাভাস দেওয়া হয়েছে, রবিবার এবং সোমবার তাপমাত্রা আবার কিছুটা বৃদ্ধি পাবে বাংলায়। এদিকে শনিবার বৃষ্টি হলেও তার পরিমাণ কম হবে। দমকা হাওয়ায় তুলনামূলক কম বইবে। 

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী দু-তিন দিন এমন পরিস্থিতি হলেও মঙ্গলবার থেকে ফের রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা আছে। কিন্তু তার আগে পর্যন্ত গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বাংলায়। তবে নতুন করে রাজ্যে কোনো জেলায় আপাতত তাপপ্রবাহের কোনও সতর্কতা নেই। দক্ষিণবঙ্গ নিয়ে এমন পূর্বাভাস দেওয়া হলেও উত্তরবঙ্গের পরিস্থিতি অন্য হবে বলে জানান হয়েছে। হাওয়া মহলের আভাস, উত্তরবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে।