কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত বাংলা

কলকাতা: আজ শুক্রবার বিকালে কালবৈশাখীর তাণ্ডব দেখল কলকাতা সহ রাজ্যের বেশ কিছু জেলা। ঝড়ের সঙ্গে ছিল মুষলধারায় বৃষ্টিও। ঘণ্টায় ৬৮ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়। যা স্থায়ী হয়েছিল মিনিট খানেক। বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতার পাশাপাশি, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, নদিয়াতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হয়েছে। কালবৈশাখির জেরে মহানগরীর বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়েছে।

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত বাংলা

কলকাতা: আজ শুক্রবার বিকালে কালবৈশাখীর তাণ্ডব দেখল কলকাতা সহ রাজ্যের বেশ কিছু জেলা। ঝড়ের সঙ্গে ছিল মুষলধারায় বৃষ্টিও। ঘণ্টায় ৬৮ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়। যা স্থায়ী হয়েছিল মিনিট খানেক। বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

কলকাতার পাশাপাশি, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, নদিয়াতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হয়েছে। কালবৈশাখির জেরে মহানগরীর বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়েছে। ফলে সামান্য যানজটের কবলে পড়েন যাত্রীরা। পার্ক স্ট্রিট, মহাকরণের কাছে গাছ ভেঙে পড়েছে বলে এখনও পর্যন্ত খবর। ঝড়ে বিপর্যস্ত হয়েছে রেল পরিষেবাও। শিয়ালদহ দক্ষিণ শাখার বিভিন্ন প্রান্তে ট্রেনের ওভারহেড তার ছিঁড়ে পড়েছে। ফলে বিঘ্নিত হয়েছে পরিষেবা। শিয়ালদহ শাখার পাশাপাশি হাওড়া শাখাতেও বিঘ্নিত হয়েছে রেল পরিষেবা। ডোমজুড়-আমতা শাখায় গাছ ভেঙে পড়েছে বলে জানা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =