খুন নিয়ে কী বললেন কাজল?

বীরভূম: বীরভূমের তৃণমূল জেলা সভাধিপতি কাজল শেখ সোমবার সকালে পাপুরি প্রাথমিক বিদ্যালয়ের ২৩৬ নম্বর বুথে ভোট দেন। বেরিয়ে কেতুগ্রামে খুনের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘সিপিএমের…

বীরভূম: বীরভূমের তৃণমূল জেলা সভাধিপতি কাজল শেখ সোমবার সকালে পাপুরি প্রাথমিক বিদ্যালয়ের ২৩৬ নম্বর বুথে ভোট দেন। বেরিয়ে কেতুগ্রামে খুনের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘সিপিএমের হার্মাদবাহিনী এখন বিজেপির ছত্রছায়ায় এসে খুন, রাহাজানি করছে। তবে সাধারণ মানুষের কাছে আমি আবেদন করব যাতে তারা তাদের মতামত ভোটবাক্সে দেন।’’ পূর্ব বর্ধমানের কেতুগ্রামে ভোটের আগের রাতে তৃণমূল কর্মী খুন হন। বোমা মেরে কুপিয়ে তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ। এলাকার সিপিএম কর্মীদের দিকে অভিযোেগের আঙুল তোলা হয়েছে। সিপিএম অবশ্য অভিযোগ অস্বীকার করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের দিকেই আঙুল তুলেছে। সেই প্রসঙ্গেই এদিন এমন মন্তব্য করেন কাজল শেখ।

তিনি আরও বলেন, ‘‘অন্যান্য নির্বাচনে ভোটারদের একটা অভিযোগ ছিল যে, তাঁরা ভোট দিতে পারতেন না। কিন্তু এ বছর রাজ্য নেতৃত্বের নির্দেশে সকলে যাতে ভোট দিতে পারেন, ভোটকেন্দ্র অবধি পৌঁছতে পারেন, আমরা তা নিশ্চিত করেছি। এখনও পর্যন্ত জেলায় কোনও অশান্তির খবর নেই, সম্ভাবনাও নেই।’’

উল্লেখ্য, লোকসভা ভোটের চতুর্থ পর্বে সোমবার বাংলার যে ৮টি লোকসভা আসনে ভোট হচ্ছে তার মধ্যে রয়েছে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান–দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূমে। আজ চতুর্থ দফার ভোটে বাংলার কোথায় কী হচ্ছে, জানতে আমাদের পেজ আজ বিকেল এ চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *