‘নিজেকে হিন্দু প্রমাণ করতে মুখ্যমন্ত্রীকে চণ্ডীপাঠ করতে হচ্ছে কেন?’

‘নিজেকে হিন্দু প্রমাণ করতে মুখ্যমন্ত্রীকে চণ্ডীপাঠ করতে হচ্ছে কেন?’

38511bfd0fd88abf94fff2c2ee1ee601

কলকাতা: নিজেকে প্রার্থী ঘোষণা করার পর প্রথম নন্দীগ্রামে গিয়ে গতকাল কর্মীসভা করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ধর্ম ইস্যুতে ভারতীয় জনতা পার্টি শিবিরকে কড়া আক্রমণ করেছেন তিনি। হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ধর্ম নিয়ে খেলতে চাইছে বিজেপি, তাহলে খেলা হবে। তিনি হিন্দু ঘরের মেয়ে, কিন্তু হিন্দু কার্ড দেখাবেন না বলে জানিয়েছেন মমতা। তবে বিজেপিকে ‘উত্তর’ দেওয়ার ঢঙে গতকাল কর্মীসভার মঞ্চেই চণ্ডীপাঠ করতে শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই নিয়েই এবার কটাক্ষ করতে শুরু করেছে বিজেপি।

ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ভুল’ চণ্ডীপাঠ নিয়ে তাঁর ব্যাপকভাবে সমালোচনা করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, এখন মন্দিরে পুজো দেওয়ার হিড়িক পড়েছে কিন্তু কোনো লাভ হবে না। তিনি (পড়ুন মমতা বন্দ্যোপাধ্যায়) নিজে বন্দ্যোপাধ্যায়, এদিকে সব মন্ত্র ভুল বলেন। এই এক ইস্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষের সুরে বিজেপির রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, “১০ বছর ধরে যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন রাজ্যের, তাঁর উন্নয়ন নিয়ে কথা বলা উচিত। কিন্তু তাঁকে এখন নিজেকে হিন্দু প্রমাণ করার জন্য চণ্ডীপাঠ করতে হচ্ছে। কি এমন ভুল করেছেন তিনি যে তাকে এই ভাবে মঞ্চে উঠে চণ্ডীপাঠ করতে হবে?” কৈলাস বিজয়বর্গীয় বক্তব্য থেকে পরিষ্কার, তিনি আদতে সেই বিজেপির ধর্মকেন্দ্রিক ইস্যু আবারো একবার প্রকাশ্যে এনে মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিতে চাইছেন। এমনিতেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বরাবর তোষণের রাজনীতির অভিযোগ তুলে এসেছে বিজেপি। তাই বিজেপি নেতার এই প্রশ্ন বা মন্তব্য মোটেই অবাক করার মতো নয়।

আরও পড়ুন-  নন্দীগ্রামে মেগা ফাইট! আজই মনোনয়ন মমতার, অন্যদিকে রোড শো শুভেন্দুর

আজ সকালেই নন্দীগ্রামে জনসভা করেন নব্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তাৎপর্যপূর্ণভাবে আজ নন্দীগ্রামে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। গতকালের চণ্ডীপাঠ নিয়ে তাঁকে কটাক্ষ করে এদিন একহাত নিয়েছেন শুভেন্দু অধিকারী। এমনকী ফোনে মমতার ‘ভুল’ চণ্ডীপাঠের মন্ত্র শুনিয়ে মঞ্চ থেকে চরম ব্যাঙ্গ করেন শুভেন্দু অধিকারী৷ সভায় হাসির রোল ওঠে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *