লাশকাটা ঘরে জায়গা নেই, দ্রুত মৃতদেহ সরান! করোনা ‘চিঠি’ ফাঁস বিজেপির

লাশকাটা ঘরে জায়গা নেই, দ্রুত মৃতদেহ সরান! করোনা ‘চিঠি’ ফাঁস বিজেপির

কলকাতা: করোনার মৃতদেহ সৎকার নিয়ে কম বিতর্ক হয়নি রাজ্যে৷ নিমতলা শ্মশান থেকে ধাপা, স্থানীয়দের বিক্ষোভ ছড়িয়েছে৷ তা নিয়ন্ত্রণও করেছে প্রশাসন৷ গোপনে দেহ সৎকারের অভিযোগও উঠেছে বিরোধী শিবিরে৷ এবার এমআর বাঙুর হাসপালে মৃতদেহ সৎকার নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়৷ বাঙুর হাসপাতালে দেহ সরানোর জন্য থানার ওসিকে দেওয়া চিঠি ফাঁস করে হাসপাতালের সুপারকে বিঁধেছেন ওই বিজেপি নেতা৷ টুইটারে তুলেছেন গুরুতর অভিযোগ৷

কৈলাস বিজয়বর্গীয় তাঁর টুইট পোস্টে দাবি করেছেন, ২১ এপ্রিল বাঙুর হাসপাতালের সুপার নাকি থানার ওসিকে চিঠি লিখে দেহ অবিলম্বে সরানো দরবার করেছেন৷ হাসপাতালের লাশকাটা ঘরে নাকি প্রচুর দেহ জমা পড়ে রয়েছে৷ ফলে মৃতদেহ অপসারণ নিয়ে আপস হয়ে যাচ্ছে৷তাতে রোগীর পরিজনদের সঙ্গে অবিলম্বে যোগাযোগ করা দরকার বলেও দাবি তোলা হয়েছে৷

সপ্তাহখানেক আগে বাঙুর হাসপাতালের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়৷ ভাইরাল ভিডিওটিতে দাবি করা হয়েছিল, আইসোলেশন ওয়ার্ডে রোগীদের শয্যার পাশে পড়ে রয়েছে মৃতদেহ৷ ঘণ্টার পর ঘণ্টা সেই মৃতদেহ নাকি পড়ে রয়েছে৷ কেন্দ্রীয় পর্যবেক্ষক দলও ভিডিও নিয়ে সংশয় পর্যন্ত করেছিলেন৷ মৃতদেহ নিয়েও উষ্ণা প্রকাশ করতে দেখা গিয়েছে কেন্দ্রীয় দলকে৷ হাসপাতালগুলিকে ওয়ার্ড থেকে দ্রুত দেহ সরিয়ে ফেলার বিষয়েও মুখ্যসচিবকে চিঠি দেওয়ারও খবর আগেই প্রকাশ করেছিল সংবাদ সংস্থা এএনআই৷ এই নিয়ে কম বিতর্ক হয়নি৷

এবার সেই বিতর্কের আবহে বিজেরি নেতা প্রকাশ্যে এনেছেন একটি চিঠি৷ তাতেও দেহ সরানোর বিষয়ে প্রশাসনিক চিঠি বলে উল্লেখ করে  কৈলাস বিজয়বর্গীয় টুইটে লেখেন, ‘‘২১ এপ্রিলের নোটসটি পড়ুন৷ বাংলার শীর্ষস্থানীয় কোভিড হাসপাতাল এমআর বাঙুর থেকে শুরু করে যাদবপুর থানায়৷ এটি পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গের পরিস্থিতি কতটা খারাপ৷ মৃতদেহ নিয়েও আপোস করা হচ্ছে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =