কলকাতা: করোনার মৃতদেহ সৎকার নিয়ে কম বিতর্ক হয়নি রাজ্যে৷ নিমতলা শ্মশান থেকে ধাপা, স্থানীয়দের বিক্ষোভ ছড়িয়েছে৷ তা নিয়ন্ত্রণও করেছে প্রশাসন৷ গোপনে দেহ সৎকারের অভিযোগও উঠেছে বিরোধী শিবিরে৷ এবার এমআর বাঙুর হাসপালে মৃতদেহ সৎকার নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়৷ বাঙুর হাসপাতালে দেহ সরানোর জন্য থানার ওসিকে দেওয়া চিঠি ফাঁস করে হাসপাতালের সুপারকে বিঁধেছেন ওই বিজেপি নেতা৷ টুইটারে তুলেছেন গুরুতর অভিযোগ৷
কৈলাস বিজয়বর্গীয় তাঁর টুইট পোস্টে দাবি করেছেন, ২১ এপ্রিল বাঙুর হাসপাতালের সুপার নাকি থানার ওসিকে চিঠি লিখে দেহ অবিলম্বে সরানো দরবার করেছেন৷ হাসপাতালের লাশকাটা ঘরে নাকি প্রচুর দেহ জমা পড়ে রয়েছে৷ ফলে মৃতদেহ অপসারণ নিয়ে আপস হয়ে যাচ্ছে৷তাতে রোগীর পরিজনদের সঙ্গে অবিলম্বে যোগাযোগ করা দরকার বলেও দাবি তোলা হয়েছে৷
সপ্তাহখানেক আগে বাঙুর হাসপাতালের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়৷ ভাইরাল ভিডিওটিতে দাবি করা হয়েছিল, আইসোলেশন ওয়ার্ডে রোগীদের শয্যার পাশে পড়ে রয়েছে মৃতদেহ৷ ঘণ্টার পর ঘণ্টা সেই মৃতদেহ নাকি পড়ে রয়েছে৷ কেন্দ্রীয় পর্যবেক্ষক দলও ভিডিও নিয়ে সংশয় পর্যন্ত করেছিলেন৷ মৃতদেহ নিয়েও উষ্ণা প্রকাশ করতে দেখা গিয়েছে কেন্দ্রীয় দলকে৷ হাসপাতালগুলিকে ওয়ার্ড থেকে দ্রুত দেহ সরিয়ে ফেলার বিষয়েও মুখ্যসচিবকে চিঠি দেওয়ারও খবর আগেই প্রকাশ করেছিল সংবাদ সংস্থা এএনআই৷ এই নিয়ে কম বিতর্ক হয়নি৷
Scary !!
Read the note dated 21Apr,
from MR Bangur, the apex Covid hospital in Bengal, to Jadavpur Police station. It clearly shows how bad the situation in West Bengal is!“Dead body management is compromised”@MamataOfficial ji is hiding the extent of Covid spread in Bengal pic.twitter.com/sTpHZvUrAh
— Kailash Vijayvargiya (@KailashOnline) April 27, 2020
এবার সেই বিতর্কের আবহে বিজেরি নেতা প্রকাশ্যে এনেছেন একটি চিঠি৷ তাতেও দেহ সরানোর বিষয়ে প্রশাসনিক চিঠি বলে উল্লেখ করে কৈলাস বিজয়বর্গীয় টুইটে লেখেন, ‘‘২১ এপ্রিলের নোটসটি পড়ুন৷ বাংলার শীর্ষস্থানীয় কোভিড হাসপাতাল এমআর বাঙুর থেকে শুরু করে যাদবপুর থানায়৷ এটি পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গের পরিস্থিতি কতটা খারাপ৷ মৃতদেহ নিয়েও আপোস করা হচ্ছে৷’’