কলকাতা: বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দিনেই বিস্ফোরক দাবি করেছেন বিজেপি নেতা প্রলয় পাল। তিনি জানিয়েছেন, তাঁকে ফোন করে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের জন্য সাহায্য চেয়েছেন। একটি অডিও ক্লিপ ভাইরাল হয়ে গিয়েছে যেখানে দুজনের কথোপকথন শোনা যাচ্ছে। যদিও মহিলা কণ্ঠস্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি দাবি করেছে বিজেপি কিন্তু এর সত্যতা এখনো যাচাই করা হয়নি। যদিও এই অডিও ক্লিপ প্রসঙ্গেই বিজেপির দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছেন সেটা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন তিনি।
বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় দাবি করে বলেছেন, নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী জিতছেন সেটা ইতিমধ্যেই বুঝে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই ওই বিজেপি নেতার সাহায্য চেয়ে ফোন করেছেন। এই অডিও ক্লিপ পরিষ্কার করে দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে নন্দীগ্রামে তিনি কিছুতেই জিততে পারবেন না। এর পাশাপাশি, বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে, একজন মুখ্যমন্ত্রী যদি নিজের রাজ্যে নির্দিষ্ট জায়গায় ঢুকতে না পারেন তাহলে সেই রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠবেই সেটা স্বাভাবিক। মুখ্যমন্ত্রী নিজের রাজ্যে সাধারণভাবে ঘোরাঘুরি করতে পারছেন না এর থেকে খারাপ কী হতে পারে। এদিকে বিজেপি নেতার কাছ থেকে সাহায্যের ভিক্ষা চাইছেন তিনি তাই এই মুখ্যমন্ত্রীর বিদায় নেওয়া উচিত।
আরও পড়ুন- TMC-কে ভোট দিলেই ছোলা মুড়ি! বিজেপির অভিযোগে তুঙ্গে তরজা
এদিকে এই অডিও ক্লিপ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, “অডিওর সত্যতা যাচাই হয়নি তাই টেকনিক্যালি মন্তব্য করা উচিত নয়। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন করে থাকেন সত্যি, তাহলে বেশ করেছেন। যাকে বিজেপি কর্মী বলা হচ্ছে তিনি কিন্তু প্রাক্টিক্যালি তৃণমূল কংগ্রেস থেকে যাওয়া বিজেপি কর্মী। নন্দীগ্রামের প্রার্থীর মুখ্যমন্ত্রী নিশ্চয়ই প্রলয় পালের নম্বর নিয়ে বসেছিলেন না।”