বিজেপিতে  যোগ দিচ্ছেন পণ্ডিত অজয় চক্রবর্তী? অমিত-সফরের আগেই হাজির কৈলাশ-মুকুল

বিজেপিতে  যোগ দিচ্ছেন পণ্ডিত অজয় চক্রবর্তী? অমিত-সফরের আগেই হাজির কৈলাশ-মুকুল

 কলকাতা: সঙ্গীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে গেলেন মুকুল রায়, কৈলাশ বিজয়বর্গীয়, অর্জুন সিংয়ের মতো বিজেপির শীর্ষ নেতারা৷ বুধবার অমিত শাহের সফরের আগে এই পদক্ষেপ নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে রাজ্য রাজনীতির অন্দরমহলে৷ যদিও বিষয়টিকে বিজয়া দশমীর সৌজন্য সাক্ষাৎ বলেই মন্তব্য করেছেন বিজেপি নেতারা৷ সূত্রের খবর, অমিত শাহ বৃহস্পতিবার অজয় চক্রবর্তীর বাড়িতে যেতে পারেন৷ হতে পারে বৈঠক৷

বুধবার রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা নরেন্দ্র মোদির প্রধান সেনাপতি অমিত শাহ। তার আগে সঙ্গীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে তাঁর সঙ্গে ঘণ্টাখানেকের বৈঠক করলেন বিজেপির তিন নেতা মুকুল রায়, কৈলাশ বিজয়বর্গীয় এবং অর্জুন সিং। যদিও বিষয়টিকে রাজনৈতিক গুরুত্ব দিতে নারাজ খোদ মুকুল রায়। বঙ্গ বিজেপির চাণক্যের কথায়, ‘‘অজয় চক্রবর্তীর সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। সেইজন্যই পুজো মিটে যাওয়ায় বিজয়া করতে এসেছিলাম। একাধিক বিষয়ে আলোচনা হয়েছে, তারমধ্যে রাজনীতি থাকলেও বিশেষ কোনও বিষয় নিয়ে আলোচনা হয়নি৷’’ 

তবে রাজনৈতিক মহল মনে করছে, পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে যাওয়ার মূলত দুটি কারণ থাকতে পারে। প্রথম কারণ, বুধবারের রাজ্য সফরে দলের নির্দিষ্ট কিছু নেতার সঙ্গে কথা বলবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একইসঙ্গে রাজ্যের শিক্ষিত বা বিশিষ্ট ব্যক্তিত্ত্বদের সঙ্গেও আলাপাচারিতা করার কর্মসূচী রয়েছে অমিত শআহের। সেখানেই অজয় চক্রবর্তীকে হাজির করার ব্যাপারে কথা হয়ে থাকতে পারে। দ্বিতীয়ত, ২০১১ বিধানসভা নির্বাচন পর্বে তৎকালীন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন রাজ্যের বিশিষ্টজনেরা। ফলে সেক্ষেত্রে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করতে অনেক বেশি সুবিধা হয়। একদা তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড হয়তো সেই কৌশলই নিতে চাইছেন। রাজ্যের বিশিষ্টজনদের একাংশ বা পর্দার একাংশ বিজেপিতে নাম লিখিয়েছেন। সেই পথে কি এই সঙ্গীত শিল্পীকেও টানার চেষ্টা চলছে, জল্পনা তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − one =