কলকাতা: যৌন হেনস্থা মামলায় গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন কৈলাশ বিজয়বর্গীয় সহ তিন বিজেপি নেতা৷ আগাম জামিন চেয়ে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের এজলাসে দ্বারস্থ হয়েছেন তাঁরা৷ আজ কিংবা আগামীকাল তাঁদের আবেদনের শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে৷
আরও পড়ুন- আলো নিভতেই বুর্জ খালিফায় শোভন-বৈশাখী, সুজিতের পুজো দেখে যা বললেন…
প্রসঙ্গত, ২০১৮ সালে দলেরই এক প্রভাবশালী নেত্রীকে যৌন হেনস্তার অভিযোগ ওঠে কৈলাস বিজয়বর্গীয়ের বিরুদ্ধে। ওই ঘটনায় নাম জড়ায় আরও দুই বিজেপি নেতা প্রদীপ যোশী এবং জিষ্ণু বসুর। তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন ওই নেত্রী। তাঁর অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত৷ তদন্তের প্রেক্ষিতে তিন বিজেপি নেতার গ্রেফতারির সম্ভাবনা তৈরি হতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন কৈলাস বিজয়বর্গীয় সহ তিন বিজেপি নেতা৷ দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন তাঁরা৷ তাঁদের আর্জি গ্রহণ করেছেন প্রধান বিচারপতি৷
বঙ্গ বিজেপির পর্যবেক্ষক তথা কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় ছিলেন ২০১৯ সালে লোকসভা ভোটে বঙ্গ বিজেপি’র সাফল্যের অন্যতম কুশীলব৷ তবে লোকসভা ভোটে বিজেপি’র সাফল্যের পরেই যে ভাবে একের পর এক নেতাকে তিনি দলে ঢুকিয়েছিলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই৷ বিধানসভায় বিজেপি’র বিপর্যয়ের পর সেই প্রশ্ন আরও বেশি ভাবে মাথাচারা দেয়৷ এর মধ্যে যৌন হেনস্থা মামলা মাথাচার দিতেই বিপাকে তিনি৷