‘দম বন্ধ হওয়া’ দীনেশ ইস্যুতে কী অবস্থান বিজেপির? জানিয়ে দিলেন কৈলাস

‘দম বন্ধ হওয়া’ দীনেশ ইস্যুতে কী অবস্থান বিজেপির? জানিয়ে দিলেন কৈলাস

কলকাতা: রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূল নেতা দীনেশ দ্বিবেদী। আর এই প্রসঙ্গে এবার মন্তব্য করলেন বিজেপির রাজ্য পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। শুক্রবার কলকাতার হেস্টিংসয়ে বিজেপি কার্যালয়ে একটি যোগদান সভা ও একটি সাংবাদিক বৈঠকে কৈলাস বিজয়বর্গী দীনেশ ত্রিবেদীর পদত্যাগকে নিয়ে মন্তব্য করে বলেন, “তৃণমূল দলে ভালো মানুষের জায়গা নেই। ওই দলটায় থেকে কাজ করা যায় না৷”

পাশাপাশি তিনি এদিন আরও বলেন, “আমার সাথে দীনেশ বাবুর প্রায় এক বছর আগে দেখা হয়েছিল। তখনই তিনি দলে থেকে কাজ করতে না পারার কথা জানিয়েছিলেন আমাকে। তবে তার বিজেপিতে আসার ব্যাপারে কোনও কথা হয়নি৷” এই প্রসঙ্গে কৈলাস বিজয়বর্গীয় আরও বলেন, “দীনেশবাবুর মতো সৎ নেতা বিজেপিতে আসতে চাইলে আমরা স্বাগত জানাবো৷”

এদিনের সাংবাদিক বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দীনেশ দ্বিবেদীর ইস্তফা প্রসঙ্গে বলেন,  তৃণমূল দলটা এভাবেই ভেঙে যাবে৷ রাজ্যে বিজেপি সরকার আসবে। বলেন, “আগে মুখ্যমন্ত্রী নিজে দেখুন তার রাজ্যে কতটা দুর্নীতি হচ্ছে৷” পাশাপাশি বিজেপি রাজ্য সভাপতি বলেন, “অন্যান্য রাজ্যে কৃষকরা ভালো আছেন, বাংলায় সবার দুরবস্থা৷”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 9 =