‘পশ্চিমবঙ্গ আর না’, ‘বাংলাদেশ নাগরিকত্ব দিলে…’, কবীর মন্তব্যে শোরগোল

‘পশ্চিমবঙ্গ আর না’, ‘বাংলাদেশ নাগরিকত্ব দিলে…’, কবীর মন্তব্যে শোরগোল

কলকাতা: ফের বিতর্কিত মন্তব্যে চর্চার কেন্দ্রে কবীর সুমন৷ বাংলাদেশের এক সাংবাদিককে দেওয়া তাঁর সাক্ষাৎকার নেট পাড়ায় ভাইরাল৷ ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘বাংলাদেশ নাগরিকত্ব দিলে খুব ভালো লাগবে৷’’ তাঁর এই মন্তব্য ঘিরে রীতিমতো শোরগোল বেঁধেছে৷ 

আরও পড়ুন- শহরে কালবৈশাখী আসতে আর কতদিন? হাওয়া অফিস দিল বড় ইঙ্গিত

সম্প্রতি বাংলাদেশের একটি সংবাদপত্র ‘আমাদের সময়’-কে একটি সাক্ষাৎকার দেন কবীর সুমন৷ সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়েছিল, বাংলাদেশ তাঁকে সাম্মানিক নাগরিকত্ব দিলে তিনি কি তা গ্রহণ করবেন? এই প্রশ্নের জবাবেই গায়ক বলেন, ‘‘কেন গ্রহণ করব না? অবশ্যই গ্রহণ করব। বাংলাদেশ নাগরিকত্ব দিলে আমার ভালো লাগবে…”। সেই সঙ্গে ক্ষোভ উগড়ে তিনি এও বলেন, পশ্চিমবঙ্গ তাঁকে যোগ্য সম্মান দেয়নি৷ তাঁর এই সাক্ষাৎকার প্রকাশ্যে আসতেই চোখ ছানাবড়া নেটিজেনদের৷ 

যদিও কবীর সুমনের ভক্তদের দাবি, তাঁর এই সাক্ষাৎকারের একটি টুকরো অংশ তুলে ধরে অযথা হইচই করা হচ্ছে৷ তথ্য বিকৃতি করে সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার করা হচ্ছে৷ তাঁর অনুরাগীদের কথায়, সম্মানসূচক নাগরিকত্ব পাওয়া নিয়ে ওই সাক্ষাৎকারে কবীর সুমন সাফ বলেছেন, কোনও রকম রাজনৈতিক সম্পর্কে না জড়িয়ে বাংলাদেশ সরকার যদি তাঁকে সম্মান দেন সেক্ষেত্রে তিনি তা গ্রহণ করতে প্রস্তুত। তবে আগামী দিনগুলি তিনি বাংলাদেশে কাটানোর পরিকল্পনা করবেন কিনা, জানতে চাওয়া হলে সাফ জানান, “মাফ করবেন!” তিনি এও বলেন, বাংলাদেশে যেতে চাই না। এর সপক্ষে গুচ্ছ কারণও জানিয়েছেন শিল্পী।  

 
বিতর্কের এখানেই শেষ নয়৷ ওই সাক্ষাৎকারে কবীর সুমন এও জানান, তাঁর কলকাতায় ফিরে আসার সিদ্ধান্ত ঠিক ছিল না৷ পশ্চিমবঙ্গ তথা ভারতের মানুষ তাঁর মূল্যায়ন করতে পারেনি৷ গায়কের দাবি, একসময় তাঁকে সিপিএম নাকি নিজেদের সম্পত্তি বানাতে চেষ্টা করেছিল৷ আক্ষেপের সুরে তিনি বলেন, যদি আমেরিকায় থেকে বাংলা গান তৈরি করতেন তাহলে তাঁর ‘এই পরিস্থিতি’ হত না৷ 

ওই সাক্ষাৎকারে মনের ইচ্ছাও জানান কবীর সুমন৷ তিনি বলেন, হিন্দু, মুসলিম, কমিউনিস্ট, নাস্তিক বাঙালিকে এড়িয়ে রাস্তঘাটে সবুজ অরণ্য, পশুপাখি, মাঠের গরু, ছাগল চরার দৃশ্য দেখে সময় কাটাতে পারলে ভালো লাগত তাঁর৷  সেই কথার প্রসঙ্গেই তাঁর সংযোজন, “পশ্চিমবঙ্গে আর ভালো লাগছে না।”