ফরেনসিকে যাচ্ছে জ্যোতিপ্রিয়র মোবাইল, বড় তথ্যের অপেক্ষায় ইডি

ফরেনসিকে যাচ্ছে জ্যোতিপ্রিয়র মোবাইল, বড় তথ্যের অপেক্ষায় ইডি

jyotipriyo mullick

কলকাতা: রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হওয়া রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষায় পাঠাতে চলেছে ইডি। এই ইস্যুতে আগে গ্রেফতার হওয়া ব্যবসায়ী বাকিবুর রহমানের সঙ্গে তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে আলোচনা শুরু হয়েছিল। তারপর ইডির এই সিদ্ধান্ত নিয়ে নতুন করে জলঘোলা শুরু হয়েছে। জানা গিয়েছে, চালকল মালিক ধৃত বাকিবুর রহমানের যে দুই কর্মীর মোবাইল উদ্ধার হয়েছিল তা থেকে অনেক তথ্য মিলেছে। এবার তাই মন্ত্রীর মোবাইলও পরীক্ষায় পাঠানো হল। 

ইডি মনে করছে, দুই মোবাইলে থাকা তথ্য এবং হোয়াটসঅ্যাপ চ্যাট মিলিয়ে দেখা হলে আরও অনেক বড় তথ্য সামনে আসবে। সূত্রের খবর, এই বিষয়ে শুক্রবার আদালত থেকে অনুমতি নেওয়া হয়েছে। আপাতত হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে ইডির কাছে খবর আছে যে, দু’দফায় মোট ৮০ লক্ষ টাকা লেনদেন হয়েছিল। যে সময়ে এই ঘটনা ঘটেছিল তখন রাজ্যের খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। কেন্দ্রীয় এজেন্সির দাবি, বাকিবুর জেরায় জানিয়েছেন ঋণ হিসেবে দু’দফায় ওই ৮০ লক্ষ টাকা নেন জ্যোতিপ্রিয়। কিন্তু তা প্রমাণ করতে লাগবে নথি। আর সেই কারণেই মন্ত্রীর মোবাইল ফরেনসিকে পাঠানো হচ্ছে। 

ইডির দাবি, জ্যোতিপ্রিয়র পরিবারের বিদেশ সফরের টিকিট কেটেছিলেন বাকিবুর। একাধিকবার বিদেশ যাত্রায় মরিশাস, আমেরিকা ঘোরা হয়েছে। ইডির আইনজীবী ফিরোজ এদুলজি বলেছেন, টিকিট কাটা বা বিদেশ যাওয়ার বিষয়টি খোদ রাজ্যের মন্ত্রীও মেনে নিয়েছেন। ট্রাভেল এজেন্টের সঙ্গে বাকিবুরের হোয়াটসঅ্যাপ চ্যাটও তাদের কাছে রয়েছে। এর পাশাপাশি এই হোয়াটসঅ্যাপ সূত্র ধরেই ইডি জানতে পেরেছে একাধিক বিপুল লেনদেনের বিষয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =