Aajbikel

এখনই মন্ত্রিত্ব গেল না জ্যোতিপ্রিয়র, দফতর সামলাবেন প্রতিমন্ত্রী

 | 
jyoti

কলকাতা: রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে আপাতত ইডি হেফাজতে আছেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এই ঘটনায় তাঁকে মন্ত্রিত্ব থেকে সরানো হবে কিনা তা নিয়ে জল্পনা ছিল। তবে আপাতত সেই জল্পনায় জল। কারণ তাঁকে এখনই দায়িত্ব থেকে সরানো হচ্ছে না। যদিও তাঁর দফতর সামলাবেন অন্য মন্ত্রী। আজ মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

সূত্রের খবর, বন দফতরের দায়িত্ব আপাতত সামলাবেন ওই দফতরেরই প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা। কিন্তু আগামী দিনে কি জ্যোতিপ্রিয় মল্লিকের মন্ত্রিত্ব যাবে, সেই নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানা গিয়েছে। গতকাল তাঁকে আদালতে হাজির করানো হলে বিচারক তাঁকে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেন। তারপর তাঁকে আবার আদালতে পেশ করা হবে। যদিও এই সময়ও রাজ্যের মন্ত্রী নিজেকে নির্দোষ বলেই দাবি করছেন বারবার।  

প্রসঙ্গত, জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে ঠিক কী কী অভিযোগ আনা হয়েছে, সে সম্পর্কে বিশদে কোনও তথ্য দেয়নি কেন্দ্রীয় এজেন্সি ইডি। তবে প্রেস বিবৃতিতে ইডি-র দাবি, পিডিএস রেশন এবং অন্ত্যোদয়ের অন্নের ৩০ শতাংশই চলে যেত খোলাবাজারে। ইডির দাবি, বাজারে সেই চাল, গম বেচে মোটা অঙ্কের মুনাফা লুটেছে মিল মালিক ও ডিস্ট্রিবিউটাররা৷ রাজ্যের জনসংখ্যা প্রায় ১০ কোটি। এই বিপুল জনসংখ্যক নাগরিকের ৩০ শতাংশ রেশন মানে বিপুল পরিমাণ খাদ্যশস্য। ইডির দাবি, রেশনের খাদ্যশস্য খোলাবাজারে বিক্রি করে কোটি কোটি টাকা রোজগার হয়েছে৷

Around The Web

Trending News

You May like