হাসপাতালে রেখে চিকিৎসার আবেদন! জামিন নাও চাইতে পারেন জ্যোতিপ্রিয়

হাসপাতালে রেখে চিকিৎসার আবেদন! জামিন নাও চাইতে পারেন জ্যোতিপ্রিয়

e210a4c220f14d300a2981328364e150

কলকাতা: রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জামিনের আবেদন নাও করতে পারেন। জানা গিয়েছে, আজ আদালতে ইডি তাঁকে নিজেদের হেফাজতে চাইবে। মন্ত্রীর আইনজীবী তাতে রাজি হয়ে যেতে পারেন। তবে জ্যোতিপ্রিয়র পরিবার চাইছে হাসপাতালে রেখে তাঁর চিকিৎসা যাতে করানো হয়, সেই আবেদনে সম্মতি নিতে। 

শারীরিকভাবে অসুস্থ বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জানা গিয়েছে, ডায়াবেটিস ছাড়া অন্যান্য রোগে আক্রান্ত তিনি। দিনে ৪ বার ইনসুলিন চলে তাঁর। পরিবারের দাবি, দুটো কিডনির মধ্যে একটি ৯০ শতাংশ খারাপ, তাই গত ২৪ ঘণ্টায় তাঁর একটি পা দ্বিগুণ ভাবে ফুলে গিয়েছে। এই অবস্থায় তারা চাইছেন কল্যাণী এইমস অথবা এসএসকেএম হাসপাতালে রেখে যাতে চিকিৎসা করানো হয়। এদিকে তাঁকে ১৪ দিনের হেফাজতে চেয়েছে ইডি।  

এদিকে আবার এই ইস্যুতে বিস্ফোরক দাবি করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, বাংলায় জেলে রাখা হলে প্রাণ সংশয় রয়েছে জ্যোতিপ্রিয়র। জেলের মধ্যেই তাঁকে হত্যা করা হতে পারে। ধাপাচাপা পড়তে পারে পুরো ঘটনা। একইসঙ্গে পশ্চিমবঙ্গের জেল ও হাসপাতালগুলিও সুরক্ষিত নয় বলেও মনে করেন বিজেপি’র প্রাক্তন রাজ্য সভাপতি৷ তাঁর মত, অনুব্রত মণ্ডলের মতো পার্থ চট্টোপাধ্যায় এবং জ্যোতিপ্রিয় মল্লিককেও দিল্লি আনা উচিত। তারা সেখানে সুরক্ষিত থাকবেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *