বাড়ির খাবার বন্ধ হয়ে গেল জ্যোতিপ্রিয়র, ডায়েটের কী হবে

বাড়ির খাবার বন্ধ হয়ে গেল জ্যোতিপ্রিয়র, ডায়েটের কী হবে

কলকাতা: সিজিও কমপ্লেক্সে ইডি হেফাজতে থাকার সময় রাতে ঘুমানোর জন্য গদি পেয়েছিলেন রেশন দুর্নীতিতে গ্রেফতার হওয়া জ্যোতিপ্রিয় মল্লিক। কিন্তু প্রেসিডেন্সি জেলে তা জোটেনি তাঁর। জেল কর্তৃপক্ষ তাঁর জন্য কেবল একটি কম্বল রেখেছিল। এবার জানা গেল, বাড়ির খাবারও আর খেতে পারবেন না তিনি। এ বার থেকে জেলের খাবার খেতে হবে তাঁকে। 

রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী আদালতের নির্দেশে রবিবার জেল হেফাজতে গিয়েছেন। সোমবারই জানা গেল যে তিনি বাড়ি থেকে আনা খাবার আর খেতে পারবেন না। জেল কর্তৃপক্ষের তরফ থেকেই তাঁকে নির্দিষ্ট ডায়েট মেনে খাবার দেওয়া হবে। আসলে জ্যোতিপ্রিয়র আইনজীবী জানিয়েছিলেন, শারীরিক অসুস্থতার জন্য বিশেষ ডায়েট মেনে চলছেন মন্ত্রী। সেই অনুযায়ী তাঁকে খাবার দিতে হবে। সেই ডায়েট মেনে খাবার দেওয়ার পরিকাঠামো জেলে রয়েছে বলে জানিয়েছে জেল কর্তৃপক্ষ। এই সংক্রান্ত রিপোর্টও তারা আদালতে জমা দিয়েছে। 

মনে রাখতে হবে, ইডির হাতে গ্রেফতার হওয়ার পরই হাসপাতালে ছিলেন ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ইডি হেফাজতে ছিলেন তিনি। ডায়াবিটিস-সহ বিভিন্ন অসুস্থতার কারণে সেই সময় বাড়ি থেকে বিশেষ ডায়েট মেনে পাঠানো খাবার খাওয়ানো হয়েছে তাঁকে। তবে এখন থেকে জেলেই সেই খাবার পাবেন তিনি, বাড়ির খাবার আর নয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − 4 =