কলকাতা: ত্রিপুরার বদলা বাংলায় নেওয়া হবে৷ তার জন্য তৃণমূল নয় দায়ী থাকবে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারেরা৷ ওঁদের সেই দায় কিন্তু নিতে হবে। বাংলার ছেলেরা কিন্তু ছাড়বে না। সোমবার বিকেলে সল্টলেকের সাংবাদিক বৈঠক থেকে সরাসরি একথা বলেছেন রাজ্যের দাপুটে মন্ত্রী তথা তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা জ্যোতিপ্রিয় মল্লিক৷
তিনি বলেন, ‘‘কোথাও আমাদের কালো ফ্ল্যাগ দেখিয়েছে। গতকাল থেকে আমাদের পতাকা পোড়ানো হচ্ছে। মুখ্যমন্ত্রীর ছবি পোড়ানো হয়েছে৷ অভিষেকের ছবিতে কালি লাগানো হয়েছে। এই বুমেরাং কিন্তু বাংলায় হবে৷ এটা জেনে রেখে দিন। বাংলায় কিন্তু ওরা ছাড় পাবে না। বাংলায় কিন্তু স্টার্ট হয়ে যাবে। স্টার্ট হয়ে গেলে পুরো দায়িত্ব কিন্তু দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারদের নিতে হবে। বাংলার ছেলেরা কিন্তু ছাড়বে না।’’ চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন, ‘‘বাংলার একটা পৌরসভাও যদি ওরা দখল করতে পারে আমাকে বলবেন। আজকেও দাঁড়িয়ে বলে যাচ্ছি, ২০২২ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বাংলায় বিজেপি তার সংখ্যা গরিষ্ঠতা হারাবে বিধান সভায়।’’
দাবি করেছেন, ‘‘যে জিনিস বিজেপি ত্রিপুরায় করছে এটা করা যায় না।আমি কোনও মুখ্যমন্ত্রী সম্পর্কে কটু মন্তব্য করব না৷ তবে বিজেপি মুখ্যমন্ত্রী ত্রিপুরায় যেটা করছে সেটা বালক সুলভ মনোভাব৷ কোনও রাজনৈতিক দলের মানুষ এই জিনিস করতে পারে না।’’ বেছে বেছে ত্রিপুরায় কেন তৃণমূলীদের ওপর হামলা করা হচ্ছে তার ব্যাখ্যাও দিয়েছেন জ্যোতিপ্রিয়৷ বলেছেন, ‘‘অভিষেককে নিয়ে ওরা খুব ভীত, আতঙ্কগ্রস্ত হয়ে গেছে৷ যে খেলা ত্রিপুরায় আরম্ভ হয়েছে পৌর নির্বাচনকে নিয়ে যে খেলার আয়োজন হয়েছে, এটা কিন্তু বিজেপির শেষের দিন শুরু হয়ে গেছে। এরপরে যে বিধানসভা নির্বাচন এবং বিজেপি জেনে গেছে তাদের হার অবশ্যম্ভাবী। তারই পরিপ্রেক্ষিতে ওরা এই হামলার রাজনীতির আশ্রয় নিয়েছে৷’’