Aajbikel

ইডি হেফাজতে থাকা বালু’র চিকিৎসা হবে কমান্ড হাসপাতালেই, জানাল হাই কোর্ট

 | 
জ্যোতিপ্রিয়

কলকাতা: রেশন বন্টন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্যপরীক্ষা নিয়ে প্রথম থেকেই আপত্তি জানিয়ে আসছে কমান্ড হাসপাতাল৷ বালুর চিকিৎসা করতে তারা অপারগ, এমনটা জানিয়ে কলকাতা হাই কোর্টেরও দ্বারস্থও হন হাসপাতাল কর্তৃপক্ষ৷ তবে তাদের সেই আবেদনে সাড়া দিল না উচ্চ আদালত। ফলে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কমান্ড হাসপাতালে প্রাক্তন খাদ্যমন্ত্রীর চিকিৎসায় আর কোনও বাধা রইল না।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি ছিল, এখানে সেনাকর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের চিকিৎসা হয়৷ যাঁরা দেশবেসার সঙ্গে যুক্ত তাঁরা এই হাসপাতালে চিকিৎসা করান৷ হাসপাতালের উপর চাপও রয়েছে৷ তাই বাহিনীর বাইরে অন্য কারও চিকিৎসা সম্ভব নয় জানিয়েই কলকাতা হাই কোর্টে গিয়েছিল কমান্ড হাসপাতাল। কিন্তু বৃহস্পতিবার আদালত যে নির্দেশ দিল তাতে, আপাতত ইডি হেফাজতে থাকা মন্ত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কম্যান্ড হাসপাতালে নিয়ে আসায় কোনও বাধা থাকল না৷ প্রয়োজনে তাঁর চিকিৎসার পরিষেবা মিলবে কম্যান্ড হাসপাতালেই৷ 

Around The Web

Trending News

You May like