‘মারলে পাল্টা মারে’র নিদান দিলেন জ্যোতিপ্রিয়! নাম না করে দিলীপকে নিশানা

‘মারলে পাল্টা মারে’র নিদান দিলেন জ্যোতিপ্রিয়! নাম না করে দিলীপকে নিশানা

e841115d808e8bced6e71d4a3909409a

 

নিজস্ব সংবাদদাতা, বারাসত:  বনগাঁয় পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়ন প্রকল্পের কার্নিভাল মোটর বাইক মিছিলের উদ্বোধন করতে আসেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপিকে তুলোধনা করেন তিনি৷ দিলীপ ঘোষ তৃণমূল কর্মীদের মারধরের মন্তব্য প্রসঙ্গে তোপ দেগে তিনি বলেন, ‘‘মারলে পাল্টা মার হবে জেনে রেখে দিন৷ মারলে পাড়ায় পাড়ায় গিয়ে পাল্টা মার হবে৷ এমন মার দেব, এমন শিক্ষা দেব বিজেপির লোকেরা বুঝতে পারবেন৷’’ একইসঙ্গে বিজেপির রাজ্য সভাপতিকে তাঁর হুঁশিয়ারি বাক সংযম করুন৷ 

রবিবার সকালে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের দাবিমতো ২৬ জন বিধায়ক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ওরা ২৯৪ নিয়ে নেবে না তো! আমি দ্বিধাহীন কন্ঠে বলছি অর্জুন শিক্ষাগত যোগ্যতা কমতো তাই সংখ্যাটাও গুনতে পারে না l একইসঙ্গে নাম না করে শুভেন্দুকে তোপ দাগেন জ্যোতিপ্রিয় বলেন, বাড়ি থেকে বের হলেসকলে মিরজাফর বলে ডাকছে৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের খেয়ে তার থেকে মন্ত্রীত্ব নিয়ে এখন তাকেই ছেড়ে দিল৷

অমিত শাহের সভার ৭ দিনের মধ্যে পাল্টা সভা হবে ঠাকুরনগরে জানিয়ে দেন তিনি l একইসঙ্গে মিম প্রধান ওয়াইসি ও আব্বাস সিদ্দিকীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন ১৩ মে যদি কাউন্টিং হয় তাহলে ১৪ মে এরা সবাই পাততাড়ি গুটিয়ে দিল্লি চলে যাবে l একইসঙ্গে নাগরিকত্ব আইন প্রসঙ্গে খাদ্যমন্ত্রী বলেন, যাদের কাছে ভোটার কার্ড আছে তারাই ভারতীয়৷ বিজেপি ভাঁওতাবাজি করছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *