Aajbikel

লালুর কায়দায় ‘কমিশন’ নিতেন বালু! রেশন দুর্নীতি কাণ্ডে চাঞ্চল্যকত দাবি কেন্দ্রীয় এজেন্সির

 | 
জ্যোতিপ্রিয়

কলকাতা: ইতিমধ্যেই বিহারের পশুখাদ্য কেলেঙ্কারির সঙ্গে এ রাজ্যের রেশন বন্টন দুর্নীতির যোগসূত্র খুঁজে পেয়েছেন ইডি-আধিকারিকেরা৷  বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদ ও তাঁর পরিবারের বিরুদ্ধে 'জমির বদলে চাকরি' দেওয়ার অভিযোগে তদন্ত চালাচ্ছে সিবিআই। বার রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে নেমে 'জমির বদলে চাল' দেওয়ার মতো চাঞ্চল্যকর অভিযোগ উঠে এল৷ ইডি’র দাবি, চালকলের মালিকের থেকে কমিশন বাবদ জমি লিখিয়ে নিতেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। তবে সেই সম্পত্তি নিজের নামে দাখিল করেননি তিনি৷ বরং তা দানপত্র হিসেবে লিখিয়ে নিয়েছিলেন বাড়ির পরিচারকের নামে। এই দাবির প্রেক্ষিতে ইডির হাতে পর্যাপ্ত তথ্যপ্রমাণ রয়েছে বলেও সূত্র মারফত খবর। 

ইডি সূত্রে খবর, ওযে চালকলের মালিকের থেকে জ্যোতিপ্রিয় কমিশন বাবদ জমি লিখিয়ে নিয়েছিলেন, তাঁর বয়ান নথিভুক্ত করা হয়েছে। সম্পত্তি গ্রহণের যাবতীয় নথিপত্রও তাদের হাতে চলে এসেছে। বালুর পরিচারকের নামে সম্পত্তি ‘দানপত্র’ করিয়ে নেওয়ার কাগজও পেয়েছে ইডি। কেন্দ্রীয় সংস্থার দাবি, ওই চালকলের মালিকের কাছ থেকে ‘কমিশন’ হিসাবে টাকা না নিয়ে সম্পত্তি নিয়েছিলেন বালু। 

Around The Web

Trending News

You May like