Aajbikel

‘বাঁ হাত-পা প্যারালিসিসের হওয়ার মতো…’, হাসপাতালে যাওয়ার সময় বললেন বালু

 | 
জ্যোতিপ্রিয়

কলকাতা: রেশন দুর্নীতি বন্টন মামলায় গ্রেফতার হওয়ার পর থেকেই নিজেকে নির্দোষ বলে দাবি করে আসছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ তাঁর মুক্তি শুধুই সময়ের অপেক্ষা, এমনটাও দাহি করেছেন সংবাদমাধ্যমের সামনে৷ স্বাস্থ্য পরীক্ষার জন্য যখনই তাঁকে সিজিও কমপ্লেক্স থেকে বার করা হয়েছে, তখনই নিজেকে নিরপরাধ বলে জোর গলায় সোচ্চার হয়েছেন। তবে শুক্রবার তেমন কথা আর শোনা গেল না রেশন দুর্নীতিতে গ্রেফতার বনমন্ত্রীর মুখে। এদিন নিজের স্বাস্থ্যের কথাই শোনা গেল তাঁর মুখে৷ জানালেন, প্রায় প্যারালিসিস হওয়ার পথে তাঁর বাঁ হাত ও বাঁ পা। অন্য কোনও প্রশ্নের উত্তর এদিন দেননি বালু৷ সোজা গাড়িতে উঠে পড়েন তিনি।

আদালতের নির্দেশে প্রতি একদিন অন্তর কমান্ড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছে বালুকে। এদিন ইডি দফতর থেকে বেরনোর পরই সাংবাদিকরা তাঁকে নানা প্রশ্ন করতে শুরু করেন৷ তবে সে সব প্রশ্নের উত্তর না দিয়ে বালু বলেন, ‘‘আমার শরীর খুব খারাপ।’’ তারপর বাঁ হাত কিছুটা উঁচু করে গালের পাশে এনে বলেন, “আমার বাঁ হাত আর বাঁ পা প্যারালিসিসের জায়গায় চলে যাচ্ছে। আমি হাসপাতালে যাচ্ছি ভাল চিকিৎসা পাওয়ার জন্য।”

Around The Web

Trending News

You May like