jyotipriya
কলকাতা: রেশন বন্টন দুর্নীতি মামলায় গত প্রায় সাড়ে তিন মাস ধরে জেলবন্দি রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক৷ শুক্রবার সন্ধেয় অফিসিয়ালি তাঁকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হল৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার পরই তাঁর মন্ত্রী পদ কেড়ে নেওয়া হয়৷ মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে মেনে নিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। বালুর বদলে এবার বনদফর এবং রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান ও শিল্প পুনর্গঠন দফতরের মন্ত্রিত্ব সামলাবেন পার্থ ভৌমিক ও বীরবাহা হাঁসদা।
জানা গিয়েছে, বীরবাহা হাঁসদাকে বন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর পদ দেওয়া হয়েছে৷ অন্যদিকে, সেচ ও জলপরিবহণ দফতরের পাশাপাশি শিল্পোদ্যোগ এবং শিল্প পুনর্গঠন দফতর সামলাবেন পার্থ৷ শুক্রবার রাজভবনের তরফে এক বিবৃতিতে জানানো হয়, সংবিধানের ১৬৬ (৩ ) অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যপাল সিভি আনন্দ বোস জ্যোতিপ্রিয় মন্ত্রীকে রাজ্যের বন দফতর এবং শিল্পোদ্যোগ ও শিল্প পুনর্গঠনের দফতরের দায়িত্ব থেকে ‘অব্যাহতি’ দিচ্ছেন।