হার্টের সমস্যা নেই, অথচ ভর্তি কার্ডিও বিভাগে জ্যোতিপ্রিয়! SSKM-এ চিকিৎসার ‘চোরাবালু’

হার্টের সমস্যা নেই, অথচ ভর্তি কার্ডিও বিভাগে জ্যোতিপ্রিয়! SSKM-এ চিকিৎসার ‘চোরাবালু’

কলকাতা: রেশন বন্টন দুর্নীতি মামলায় কেন্দ্রীয় সংস্থার হাতে গ্রেফতার বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু শারীরিক অসুস্থতা নিয়ে ভর্তি হয়েছেন এসএসকেএম- হাসপাতালে৷ মঙ্গলবার বিকেলে আচমকাই অসুস্থ বোধ করেন প্রাক্তন খাদ্যমন্ত্রী৷ বিকেল পাঁচটা নাগাদ প্রেসিডেন্সি জেল থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে৷ এর আগেও একাধিকবার নিজেকে অসুস্থ বলে দাবি করেছিলেন বালু৷ এমনকী এও বলেছিলেন, তাঁর বাম দিক অসার হয়ে আসছে৷ এদিকে, বালু এলএসকেএম-এ ভর্তি হতেই তোপ দেগেছেন বিরোধীরা৷ তাঁদের বক্তব্য, পুরনো ট্রেন্ড ফলো করছেন বনমন্ত্রী৷ নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পরও অসুস্থ হয়ে পড়েন তিনি। এসএসকেএম হাসপাতালে ভর্তি হন তিনি। সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া ভুবনেশ্বর এইমসে৷ কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে ফিট সার্টিফিকেট দিতেই পার্থকে হেফাজতে নেনে ইডি।

সেই ধারা বজায় রেখে ঠিকানা বদলে এসএসকেএম-এ পৌঁছান সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের ‘কাকু’। বেসরকারি হাসপাতালে বাইপাস সার্জারি করানোর পর জেলে ফিরতেই অসুস্থ হয়ে পড়েন৷ এর পরেই গন্তব্য হয় এসএসকেএম-এর কার্ডিওলজি বিভাগে। সেই কার্ডিওলজি বিভাগেরই পাঁচ নম্বর কেবিনে ভর্তি রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক। সূত্রের খবর, কার্ডিওলজি বিভাগে ভর্তি হলেও হার্টের চিকিৎসকের তত্ত্বাবধানে নেই বালু। তাঁকে দেখছেন নিউরোলজি মেডিসিন বিভাগের চিকিৎসক৷ তাঁর চিকিৎসায় যে মেডিক্যাল বোর্ড গঠিত হয়েছে, সেখানেই নেই কার্ডিওলজি বিভাগেরই কোনও চিকিৎসক। হার্টের সমস্যা না থাকা সত্ত্বেও কেন কার্ডিওলজি বিভাগে কেন ভর্তি হলেন বালু, স্বভাবতই উঠেছে সেই প্রশ্ন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *