Aajbikel

জেলের খাবার খেলেন বালু, প্রথম দিনেই পঞ্চব্যাঞ্জন মন্ত্রীকে, বিছানায় হল ‘ভাতঘুম’

 | 
জ্যোতিপ্রিয়

কলকাতা: বাড়ির খাবার আর খেতে পারবেন না তিনি৷ খেতে হবে জেলের ভাত৷ এদিন দুপুরের প্রথম জেলের খাবার খেলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু৷ জেল সূত্রে খবর, প্রথম দিনেই তাঁর পাতে সাজিয়ে দেওয়া হয়েছিল পাঁচ পদ!

মঙ্গলবার সকালে খুব সামান্যই প্রাতঃরাশ করেছিলেন বালু। দুপুরে তাঁকে দেওয়া হয় জেলে তৈরি ডাল-রুটি। সেই সঙ্গে তাঁর শারীরিক অবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে দেওয়া হয় বেশ কিছু পদ। এদিন জেলে মন্ত্রীর মধ্যাহ্নভোজের থালায় ছিল আটার রুটি এবং ডাল৷ এছাড়াও তাঁকে দেওয়া হয়েছিল, শাক-সব্জি, সিদ্ধ ডিম এবং কিছু ফল। বালু ডায়াবিটিসের রোগী৷ জেলের খাবারে যাতে মন্ত্রীর পুষ্টি উপাদানে ঘাটতি না হয়, সে কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে বিশেষ ডায়েট। আদালতে এমনই প্রতিশ্রুতি দিয়েছিল প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, খাবার আগে জ্যোতিপ্রিয়কে ইনস্যুলিন ইঞ্জেকশনও দেওয়া হয়৷ দুপুরে খাওয়ার একটু ভাত ঘুমও দেন বালু। ডায়াবেটিসের রোগী বালুকে জেলে ভাত না দেওয়া হলেও তাঁর দিবানিদ্রা বা ‘ভাতঘুম’ হয়েছে বলেই জেল সূত্রে খবর।

Around The Web

Trending News

You May like