Aajbikel

মাটিতে বিছানা, রাতভর নিষ্পলক বালু! সকালে ইডি-র ঘরে কী খেলেন মন্ত্রী?

 | 
জ্যোতিপ্রিয়

কলকাতা: রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার হন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ সোমবার রাতে তিনি হাসপাতাল থেকে ছাড়া পেতেই আদালতের নির্দেশে তাঁকে সোজা সিজিও কমপ্লেক্সে নিয়ে আসেন কেন্দ্রীয় আধিকারিকরা৷ ব্যাঙ্কশাল আদালত বালুকে ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিলেও, অসুস্থ হয়ে পড়ায় তিন রাত বেসরকারি হাসপাতালেই ছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী৷ সোমবার রাতে হাসপাতাল থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় সিজিও কমপ্লেক্সে। ইডির ঘরে কেমন কাটল বালুর প্রথম রাত?

সোমবার বালুকে নিয়ে ইডি আধিকারিকরা সিজিও কমপ্লেক্সে আসার পরই সেখানে উপস্থিত হন মন্ত্রী-কন্যা প্রিয়দর্শিনী মল্লিক ও দাদা দেবপ্রিয় মল্লিক৷ সূত্রের খবর, রাতে নাকি বাড়ির খাবারই খেয়েছেন বনমন্ত্রী। এরপর চারটি ওষুধ দেওয়া হয় তাঁকে। ইডির হেফাজতে তাঁর প্রথম রাত কেটেছে মাটিতে শুয়েই। যদিও মাটিতে গদি পেতে দেওয়া হয়েছিল। কিন্তু, রাতে দু’চোখের পাতা এক করতে পারেননি জ্যোতিপ্রিয়। রাতভর ঘরের মধ্যেই হাঁটাচলা করেছেন তিনি। ভোরের দিকে ঘুমিয়ে পড়েন। আবার সকাল সকালই উঠেও পড়েন বালু। সকাল ৮টা নাগাদ খালি পেটে তিন ধরনের ওষুধ চলছে তাঁর। সেগুলি খাওয়ার পর চিনি ছাড়া লিকার চা, সঙ্গে সুগার ফ্রি বিস্কুট ও পাউরুটি খেতে দেওয়া হয় তাঁকে৷ আজ থেকেই শুরু হয়েছে ইডি-র জেরা৷ 

Around The Web

Trending News

You May like