‘MA ইংলিশ চায়েওয়ালি’র পাশে জ্যোতিপ্রিয়, হাবড়ার লড়াকু কন্যাকে দিলেন সরকারি সাহায্যের আশ্বাস

‘MA ইংলিশ চায়েওয়ালি’র পাশে জ্যোতিপ্রিয়, হাবড়ার লড়াকু কন্যাকে দিলেন সরকারি সাহায্যের আশ্বাস

কলকাতা:  সমাজের বুকে বড় প্রশ্ন তুলে নতুন যাত্রা শুরু করেছে ‘এমএ ইংলিশ চায়েওয়ালি’৷ ইংরেজিতে এমএ পাশ হওয়া সত্ত্বেও চাকরি না পেয়ে হাবড়া স্টেশনে চায়ের দোকান খুলেছেন টুকটুকি দাস৷ নিজের শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সাজুয্য রেখে দোকানের নাম দিয়েছেন ‘এমএ ইংলিশ চায়েওয়ালি’৷ ভোর থেকে শুরু হয় তাঁর যুদ্ধ৷ বেলা ১১টা পর্যন্ত দোকান চালিয়ে কিছু টুকটাক কাজ সেরে সন্ধে বেলা ফের শুরু হয় দোকান৷ চায়ের সঙ্গে থাকে স্যাক্সও৷ সেই প্রস্তুতিও একার হাতেই সারেন টুকটুকি৷ গত সপ্তাহেই শুরু হয়েছে তাঁর দোকান৷ যা ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে৷ 

আরও পড়ুন- ‘ভোট পরবর্তী হিংসা’ মামলায় CBI ও SIT-এর কাছে নতুন করে রিপোর্ট চাইল হাই কোর্ট

সোশ্যাল মিডিয়ায় এমএ ইংলিশ চায়েওয়ালি এখন বেশ ফেমাস৷ বহু কষ্ট করে টুকটুকিকে পড়াশোনা শিখিয়েছেন তাঁর বাবা-মা৷ ইচ্ছে ছিল মেয়ে বড় হয়ে শিক্ষকতা করবেন৷ কিন্তু ভাগ্য তা মঞ্জুর করেনি৷ তবে টুকটুকির লড়াই নজর কেড়েছে সকলের৷ নজর এড়ায়নি মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের৷ রবিবার তাঁকে নিজের দফতরে ডেকে পাঠান মন্ত্রী৷ তিনি টুকটুকিকে সাহায্যের আশ্বাসও দেন৷ কিন্তু কোনও রকম চাকরি বা আর্থিক সাহায্য চান না বলেই জানিয়েছেন টুকটুকি৷ জ্যোতিপ্রিয়বাবু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, টুকটুকু জানিয়েছেন তাঁর কোনও রকম আর্থিক সাহায্যের প্রয়োজন নেই৷ তবে তাঁর দোকানটি কলকাতায় নিয়ে এলে ভালো হয়৷  

টুকটুকির কাছ থেকে এই প্রস্তাব পাওয়ার পরেই জ্যোতিপ্রিয় মল্লিক জানান, তিনি এই বিষয়ে পুর প্রশাসসক ফিরহাদ হাকিমের সঙ্গে কথা বলবেন৷ যাতে কলকাতা পুরসভার কোনও মার্কেটে টুকটুকির চায়ের স্টল নিয়ে আসা সম্ভব হয়৷ পাশাপাশি তিনি আরও জানান, টুকটুকির এই স্টলকে কোনও মেলা বা বা অনুষ্ঠানেও তুলে ধরার চেষ্টা করবেন তিনি৷ তাঁর কথায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবে মেয়েদের স্বনির্ভরতার উপর জোড় দিয়েছেন তাতে টুকটুকির এই প্রয়াসে তিনি গর্বিত হবেন৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 8 =