‘যথেষ্ট হয়েছে’! কল্যাণ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ তুলতেই মামলা থেকে সরলেন বিচারপতি সেন

‘যথেষ্ট হয়েছে’! কল্যাণ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ তুলতেই মামলা থেকে সরলেন বিচারপতি সেন

soumen sen

কলকাতা: শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় ফের বড়সড় ধাক্কা। উচ্চ প্রাথমিকের মামলা থেকে নিজেকে সরিয়ে নিলেন  কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌমেন সেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে উষ্ণ সম্পর্কের জেরেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। দুই বিচারপতির বিরোধ নিয়ে হাই কোর্টে উত্তেজনার মাঝে মঙ্গলবার প্রথমবার মুখ খুললেন বিচারপতি সৌমেন সেন।

মঙ্গলবার উচ্চ প্রাথমিকের মামলা বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চে শুনানির জন্য উঠলে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘‘আমি বিচারপতি গঙ্গোপাধ্যায় সম্পর্কে কিছু বলতে চাই।’’ তাঁর আবেদন তৎক্ষণাৎ নাকচ করে দিয়ে বিচারপতি সেন বলেন, ‘‘এই বিষয়ে আমি কিছু বলব না। যথেষ্ট হয়েছে।  আদালত অপমানিত হয়েছে। সংবাদমাধ্যমে বলার অধিকার সকলের রয়েছে। কিন্তু বিচারপতি শুধু অর্ডার দিতে পারেন। আমাদের কোনও অ্যাটাচমেন্ট নেই কোনও মামলার সঙ্গে। আমার কিছুই বলারও নেই।’’

বিচারপতি সেন আরও বলেন, ‘‘আমাদের কাউকে কিছুই বলার নেই। আমি সকলকেই শ্রদ্ধা করি। আমি এই মামলা থেকে সরে দাঁড়ালাম।” তাঁর কথায়, ‘‘অনেকেই আসবেন, অনেকে চলে যাবেন। কিন্তু প্রতিষ্ঠান থেকে যাবে। তাই এই পরিস্থিতি নিয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 5 =