Aajbikel

পুরসভা মামলাতেও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল রাখলেন বিচারপতি সিনহা, ধাক্কা রাজ্যের

 | 
High Court is displeased with state govt. রাজ্যকে ভর্তসনা হাইকোর্টের।

কলকাতা: পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু সাক্ষাৎকার কাণ্ডের পর তাঁর হাত থেকে এই মামলা সরে গিয়ে চলে আসে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। কিন্তু তিনি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল রাখলেন। অর্থাৎ এই মামলার তদন্ত করবে কেন্দ্রীয় সংস্থা সিবিআই। সেই প্রেক্ষিতে বলা যায়, কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে মামলা বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে চলে যাওয়ার পর পুরসভা ইস্যুতে রাজ্য সরকারের তরফ থেকে সিবিআই তদন্তের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানানো হয়। মনে করা হয়েছিল যে এই সিদ্ধান্তে হয়তো বদল আসবে। কিন্তু তেমনটা হল না। বিচারপতি সিনহা আজকের শুনানিতে রাজ্যের আর্জি খারিজ করে পূর্ববর্তী নির্দেশই বহাল রেখেছেন। যদিও আগেই রাজ্যের তরফ থেকে দাবি করা হয়েছিল যে, ইডির আবেদনের ভিত্তিতে পুরসভার দুর্নীতি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু পুরসভার মামলা ওই বিচারপতির বিচারাধীন বিষয় ছিল না। তবে এখন বিচারপতি বদল হয়েও কোনও লাভ হয়নি। 

এদিকে আজই আবার কুন্তল ঘোষের চিঠি মামলাতেও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন তাই আপাতত বহাল রেখেছেন বিচারপতি অমৃতা সিনহা। এই মামলা থেকে অব্যাহতি চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য ছিল, ওই মামলায় তাঁর কোনও ভূমিকা নেই। তাই ওই মামলা থেকে তাঁকে যেন অব্যাহতি দেওয়া হয়। কিন্তু বিচারপতি অমৃতা সিনহা গতকালও অভিষেককে স্বস্তি দেওয়ার মতো কোনও নির্দেশ দেননি। আজও দিলেন না। 

Around The Web

Trending News

You May like