justice sinha
কলকাতা: নিয়োগ মামলা সংক্রান্ত ইস্যুতে আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ইডির সহকারী ডিরেক্টর মিথিলেশ কুমার মিশ্রকে মামলা থেকে সরিয়ে দিয়েছেন। জানিয়েছেন, রাজ্যের কোনও মামলায় থাকতে পারবেন না মিথিলেশ কুমার মিশ্র। এত বড় সিদ্ধান্ত নেওয়ার পিছনে আত্মবিশ্বাসের অভাবের কথা জানিয়েছেন বিচারপতি সিনহা। একই সঙ্গে তিনি ৩ তারিখের তদন্ত নিয়ে এমন মন্তব্য করেছেন যাতে জল্পনা যে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতেই হবে।
৩ অক্টোবর জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করেছে ইডি। যদিও তিনি তলবে সাড়া দেবেন না বলেই জানিয়েছেন। কিন্তু বিচারপতির স্পষ্ট বার্তা, ৩ অক্টোবরের তদন্ত যেন কোনও ভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। তদন্তের স্বার্থে যে কোনও পদক্ষেপ নিতে পারবে ইডি। তাহলে কি হাজিরা না দিলে গ্রেফতারির আশঙ্কা থেকে যাচ্ছে অভিষেকের জন্য? বড় প্রশ্ন উঠে গিয়েছে। এর সঙ্গে বিচারপতি ইডিকে আরও নির্দেশ দিয়েছেন, ৩ অক্টোবরের তদন্তে উপযুক্ত অফিসারকে নিয়োগ করে পদক্ষেপ করতে হবে।
আসলে ইডি অফিসারের কর্মকাণ্ড নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, এই আধিকারিকের সঙ্গে তাঁর গতদিনের কথোপকথনের পর মনে হয়েছে এই ধরনের তদন্ত সামলাতে তাঁর সামর্থ্যের অভাব রয়েছে। তাঁর থেকে অন্য কোনও আধিকারিককে পদে নিযুক্ত করলে ভালো। তাই ইডির ডিরেক্টরকে এমন নির্দেশ দিয়েছেন বিচারপতি। আসলে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির বিবরণ ইস্যু নিয়ে আদালতে ‘ধমক’ খেয়েছে ইডি। সেক্ষেত্রে এই মিথিলেশ কুমার মিশ্রের রিপোর্টে সবথেকে বেশি অসন্তোষ প্রকাশ করেছিলেন বিচারপতি।