সিবিআইয়ের বিরুদ্ধে মামলা থেকে হঠাৎ সরলেন বিচারপতি, কারণ নিয়ে ধোঁয়াশা

সিবিআইয়ের বিরুদ্ধে মামলা থেকে হঠাৎ সরলেন বিচারপতি, কারণ নিয়ে ধোঁয়াশা

high-court-ssc-case-hearing-commission-faces-question

কলকাতা: সিবিআইয়ের বিরুদ্ধে করা মামলা থেকে আচমকা সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী। মৃত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকারের অভিযোগের ভিত্তিতে এই মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। কিন্তু সেই মামলায় আর বিচারপতি হিসেবে থাকছেন না বিবেক চৌধুরী। সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ মামলায় ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন তিনি বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন- আমার নামে সম্পত্তি হলেও ‘আই অ্যাম পেড স্টাফ, অ্যান্ড অলসো আ কেয়ারটেকার’, অর্পিতা

এই সিদ্ধান্তের জন্য আগামী ১৫ অগাস্টের মধ্যে নতুন কোনও বেঞ্চে মামলার আবেদন করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। ততদিন নিম্ন আদালতে সিবিআইয়ের চার্জশিট দেওয়ার ওপর স্থগিতাদেশ বহাল থাকবে, এমনই নির্দেশ বিচারপতি বিবেক চৌধুরীর। উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই নিরপেক্ষভাবে তদন্ত করছে না অভিযোগ ছিল বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদার। অভিযোগ ছিল, সিবিআই তদন্ত দেরি করছে, তাঁরা সব পক্ষকে জিজ্ঞাসা না করেই চার্জশিট গঠন করে দিতে চাইছে। সিবিআই চার্জশিট গঠনের ওপর স্থগিতাদেশ সহ সিবিআইয়ের বিরুদ্ধে মামলা ছিল। সেই মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি বিবেক চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 17 =