Aajbikel

কম্বলকাণ্ডে জিতেন্দ্রের স্ত্রীর বিরুদ্ধে তদন্ত চলানোর নির্দেশ, গ্রেফতারি নিয়ে কী বললেন বিচারপতি মান্থা

 | 
জিতেন্দ্র

কলকাতা: কম্বল বিতরণের সময় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল তিন জনের।  আসানসোলের সেই ঘটনায় অভিযুক্ত বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রীর বিরুদ্ধে তদন্ত চলবে বলেই বুধবার জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট৷ এদিন বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে ছিল মামলার শুনানি।  তাঁর নির্দেশ, পুলিশ তদন্ত চালিয়ে নিয়ে যাবে। আগামী শুনানির দিন কেস ডায়েরিও নিতে আসতে হবে তাঁদের। তদন্ত চালালেও গ্রেফতার করা যাবে না বিজেপি নেত্রী তথা আসানসোলের কাউন্সিলর চৈতালিকে। আরও তিন সপ্তাহ বাড়ল চৈতালির রক্ষাকবচ৷ 

আরও পড়ুন- দিদির দূতরা গেলেই ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকবেন, নিদান বিজেপি বিধায়কের

বুধবার আসানসোলে কম্বল বিতবরণ অনুষ্ঠানে পদপিষ্ট হওয়ার ঘটনার শুনানি ছিল কলকাতা হাই কোর্টে। আসানসোল উত্তর থানার পুলিশের বক্তব্য, চৈতালি প্রকৃত তথ্য দিচ্ছেন না। উপরন্তু, তদন্তেও যথাযথ সহযোগিতাও করছেন না। এর জবাবে অবশ্য পাল্টা পুলিশকেই দোষেন বিচারপতি মান্থা৷ তিনি বলেন, অভিযুক্ত তো অসত্য তথ্যপ্রমাণ দিতেই পারেন। পুলিশেরই কাজ সত্যি ঘটনা উদঘাটন করা এবং প্রকৃত তথ্য খুঁজে বার করা। এর পরেও অবশ্য পুলিশকে চৈতালির বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতিও দেন বিচারপতি। সেই সঙ্গে চৈতালির রক্ষাকবচের মেয়াদও বাড়িয়ে দেন তিনি। প্রসঙ্গত, এর আগেই চৈতালিকে রক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। বুধবার সেই মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়িয়ে দেন বিচারপতি মান্থা। যার ফলে আপাতত এই মামলায় চৈতালিকে গ্রেফতার করতে পারবেন না তদন্তকারীরা৷ 

Around The Web

Trending News

You May like