কারণ ব্যক্তিগত! বিজেপি প্রার্থী অভিজিতের মামলা থেকে সরলেন বিচারপতি সেনগুপ্ত

কলকাতা:  কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি জয় সেনগুপ্ত। ব্যক্তিগত কারণ দেখিয়েই মামলা ছাড়েন তিনি৷…

অভিজিৎ গঙ্গোপাধ্যায়

কলকাতা:  কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি জয় সেনগুপ্ত। ব্যক্তিগত কারণ দেখিয়েই মামলা ছাড়েন তিনি৷ মামলাটি কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে পাঠিয়ে দেন তিনি।

তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ করার আর্জি জানিয়ে আদালতে গিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর যুক্তি, নির্বাচনী প্রচারে সমস্যা হচ্ছে। মঙ্গলবার মামলাটির শুনানির কথা থাকলেও, বিচারপতি জয় সেনগুপ্ত তা শুনতে রাজি হননি৷

গত ৫ মে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে খুনের চেষ্টা, হামলা ও ভাঙচুর-সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়। অস্ত্র আইনেও মামলা দায়ের করা হয়েছে। প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন এসএসসি মামলার রায়ে চাকরিহারা শিক্ষকদের একাংশ।

প্রসঙ্গত, গত ৫ মে মিছিল করে মনোনয়ন জমা দিতে যান অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ তমলুক হাসপাতাল মোড়ে চাকরিহারা শিক্ষকদের অনশনমঞ্চের কাছে মিছিল পৌঁছতেই গন্ডগোলের সূত্রপাত৷ অভিজিৎ ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দেখেই ‘চোর-চোর’ স্লোগান দেন চাকরিহারারা। এর পরই মিছিল থেকে কয়েক জন বিজেপি কর্মী জুতো নিয়ে চাকরিহারাদের অনশনমঞ্চের দিকে তেড়ে যান৷ মঞ্চের চেয়ারে ভাঙচুর চালানোর পর ইট-পাটকেলও ছোড়া হয়। অনশনমঞ্চে উপস্থিত একাধিক চাকরিহারা শিক্ষক আহত হন বলে অভিযোগ। এর পরেই অভিজিৎ-সহ বেশ কয়েক জন বিজেপি কর্মীর বিরুদ্ধে তমলুক থানায় এফআইআর দায়ের করেন তাঁরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *