Aajbikel

‘কোর্টে ঢোকা বন্ধ করে দেব’, কৌস্তভকে হুঁশিয়ারি বিচারপতির

 | 
কৌস্তভ

 কলকাতা: গ্রুপ-ডি চাকরিপ্রার্থীদের হ্যারিকেন মিছিলের অনুমতি সংক্রান্ত মামলায় এজলাসে নিজের দাবি পেশের সময় শালীনতার সীমা লঙ্ঘনের অভিযোগ। বিচারপতির কড়া সমালোচনার মুখে পড়লেন আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। হাই কোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ভর্ৎসনার মুখেও পড়তে হল তাঁকে।


প্রসঙ্গত, চাকরির দাবিতে দীর্ঘদিন আন্দোলন চালানো গ্রুপ-ডি চাকরিপ্রার্থীদের মুখ্যমন্ত্রীর পাড়ায় মিছিল করার অনুমতি দিয়েছিল উচ্চ আদালতের সিঙ্গল বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মঙ্গলবার জরুরি ভিত্তিতে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। কিন্তু, এদিনই জরুরি ভিত্তিতে শুনানিতে আপত্তি তোলেন আন্দোলনকারীদের আইনজীবী কৌস্তভ বাগচী। তিনি বুধবার সকালে শুনানির আর্জি জানান। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় তাঁকে খানিক সময় দিয়ে প্রথমে সাড়ে তিনটে ও পরে বিকেল চারটেয় মামলার শুনানি করার কথা বলেন। কিন্তু, তাতে আপত্তি জানিয়ে কৌস্তভ বলেন, ‘‘বুধবারই মামলার শুনানি করা হোক। সমস্যা হলে তা আমাদের হবে। আদালতের অনুমতি না পাওয়া গেলে আমাদের কর্মীরা ফিরে যাবেন। তাহলে বুধবার আদালতের শুনানি করতে সমস্যা কোথায়!’’ জবাবে বিচারপতি বলেন, ‘‘মামলাটির দ্রুত শুনানির জন্য আবেদন জানানো হয়েছিল। তাই মঙ্গলবার বিকেলেই শুনানি হবে।” 

এরই মধ্যে কৌস্তভ হঠাৎ করে প্রবীণ বিচারপতির বিরুদ্ধে অভিযোগ তোলেন, ‘‘ব‌্যক্তিগত স্বার্থে আজই বিচারপতি মামলাটি শুনতে চাইছেন!’’ ভরা এজলাসে কৌস্তভের এহেন ‘অশালীন’ মন্তব্য শুনে সকলে বাকরুদ্ধ হয়ে যায়৷ কোর্ট রুমে তখন পিন ড্রপ সাইলেন্ট। এরপরই কৌস্তভকে  সতর্ক করে বিচারপতি বলেন, ‘‘কাকে কী বলতে হয় জানেন না। নিজের মর্যাদা বজায় রাখুন। না হলে বার কাউন্সিলকে বলে কোর্টে ঢোকা বন্ধ করে দেব।” 

Around The Web

Trending News

You May like